ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

আবার ও ঘুমিয়ে পরলেন জাবির উপ পরীক্ষা নিয়ন্ত্রক কানিজ সায়েমা

প্রকাশিত: ১৮:০৬, ৬ অক্টোবর ২০২৪

আবার ও ঘুমিয়ে পরলেন জাবির উপ পরীক্ষা নিয়ন্ত্রক কানিজ সায়েমা

ঘুমিয়ে পড়া উপ পরীক্ষা নিয়ন্ত্রক কানিজ সায়েমা

আবারও ঘুমিয়ে পরলেন জাবির উপ পরীক্ষা নিয়ন্ত্রক কানিজ সায়েমা। শিক্ষার্থীরা জানান, অফিসে এসে ওনার ঘুমানোর প্রায় ৭-৮ টি ছবি  তুলে ধরে তারা। এরপর তিনি ক্ষমা চান এই বলে যে, তিনি আর কখনই অফিসে এসে কাজ বাদ দিয়ে ঘুমাবেন না। 

শিক্ষার্থীরা আর ও বলেন হয়তো ওনার বয়স হয়েছে, বিশ্রামের প্রয়োজন। তো চাকরি ছেড়ে দিলেই পারেন। এত গুরুত্বপূর্ণ পদে বসে প্রতিদিনই যদি ঘুমান তাহলে কিভাবে হবে??!!

 

ফুয়াদ

×