ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

ইউজিসি সদস্য অধ্যাপক আলমগীরের পদত্যাগ

প্রকাশিত: ১২:০০, ৮ সেপ্টেম্বর ২০২৪

ইউজিসি সদস্য অধ্যাপক আলমগীরের পদত্যাগ

অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। 

রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে তিনি লিখেছেন, আমি নিম্ন সাক্ষরকারী গত ১৬ জুন, ২০২৩ তারিখ পূর্বাহ্ন থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পূর্ণকালীন সদস্য পদে দ্বিতীয় মেয়াদে কর্মরত আছি। ব্যক্তিগত কারণে উক্ত পদে আমার পক্ষে দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না বিধায় আমি অদ্য ৮ সেপ্টেম্বর উল্লেখিত সদস্য পদ থেকে পদত্যাগ করছি এবং আমি আমার পূর্বের কর্মস্থল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যাপক (গ্রেড-১) (মূল পদ) পদে আগামী ৯ সেপ্টেম্বর পূর্বাহ্নে পুন:যোগদান করব। এমতাবস্থায়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পূর্ণকালীন সদস্য পদ থেকে আমার পদত্যাগপত্র গ্রহণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।

এদিকে, আজ ইউজিসি অপর দুই সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন এবং অধ্যাপক ড. মো. জাকির হোসেনও পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পরে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ প্রথমে পদত্যাগ করেন। এরপর ইউজিসি সদস্য অধ্যাপক ড. হাসিনা খান পদত্যাগপত্র জমা দেন। এছাড়া, কমিশনের অপর সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ ৫ আগস্টের পর থেকেই আর অফিস করেন নি। গত ১ সেপ্টেম্বর তার মেয়াদ শেষ হয়। বাকি দুই ইউজিসি সদস্য পদত্যাগ করলে সদস্যশূন্য হবে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর নিয়ন্ত্রক সংস্থাটি।

এর আগে গত ১৭ আগস্ট বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরকে কমিশনের চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিলো। কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসার জন্য আগামী ২০ আগস্ট থেকে ৬ নভেম্বর পর্যন্ত মোট ৭৬ দিন অস্ট্রেলিয়ায় অবস্থান করবেন। চেয়ারম্যান বিদেশে অবস্থানকালে কমিশনের সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, ২০২২ সালে ইউজিসির বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ অসুস্থতার কারণে বিদেশে চিকিৎসার জন্য যান। সেসময় তার অনুপস্থিতিতে কমিশনের সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব নেন।

এম হাসান

×