ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

সুখবর, আগস্ট মাসের এমপিওর চেক ছাড় 

প্রকাশিত: ১১:৪৭, ৫ সেপ্টেম্বর ২০২৪; আপডেট: ১১:৪৮, ৫ সেপ্টেম্বর ২০২৪

সুখবর, আগস্ট মাসের এমপিওর চেক ছাড় 

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত যেসব  শিক্ষক-কর্মচারী রয়েছেন তাদের আগস্ট মাসের বেতনের চেক ছাড় হয়েছে। শিক্ষক-কর্মচারীরা রাষ্ট্রায়ত্ত সরকারি ব্যাংক থেকে আগামী ৯ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত বেতন-ভাতার সরকারি অংশ তুলতে পারবেন।

বুধবার  কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল হক খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি (বিএম), এসএসসি (ভোকেশনাল), মাদ্রাসা (ভোকেশনাল ও বিএম) এবং কৃষি ডিপ্লোমা শিক্ষক-কর্মচারীদের আগস্ট/ ২০২৪ খ্রিঃ মাসের বেতন ভাতার সরকারি অংশ সংশ্লিষ্ট সর্বমোট ১২(বার)টি চেক অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংক পিএলসি প্রধান কার্যালয়/স্থানীয় কার্যালয়, ঢাকায় ০৯/০৯/২০২৪ খ্রিঃ তারিখে হস্তান্তর করা হয়েছে।

শিক্ষক-কর্মচারীগণ তাদের স্ব স্ব ব্যাংক একাউন্ট নম্বরের মাধ্যমে আগস্ট/২০২৪ খ্রিঃ মাসের বেতন ভাতা আগামী ০৯/০৯/২০২৪খ্রিঃ তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকের শাখা থেকে উত্তোলন করতে পারবেন।

উল্লেখ্য, প্রতি মাসে সরকার ব্যাংকের মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের একটি অংশ পরিশোধ করে। তবে এর কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা নেই বলে শিক্ষকদের আগ্রহে থাকে কবে এমপিও চেক ছাড় করা হবে। এমপিও হলো মান্থলি পে-অর্ডার বা মাসিক বেতন আদেশ, যার মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতন ওই প্রতিষ্ঠানের বদলে পরিশোধ করে সরকার।

তাসমিম

×