ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষা উপদেষ্টা 

প্রকাশিত: ১২:২১, ২১ আগস্ট ২০২৪

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষা উপদেষ্টা 

শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ

শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ আজ বুধবার বেলা ৩টায় সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে সংবাদ সম্মেলন করবেন তিনি।

বুধবার শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ধারণা করা হচ্ছে, এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিলের বিষয়ে কোন দিক নির্দেশনা আসতে পারে। যদি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত স্থগিত হয়। তবে পুনরায় পরীক্ষায় বসতে হতে পারে এইচএসসি পরীক্ষার্থীদের।

আরও পড়ুন : বিসিবির নতুন সভাপতি হলেন ফারুক আহমেদ

ওয়াহিদউদ্দিন মাহমুদ ব্রাহ্মণবাড়িয়ার আনন্দ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়ার জন্য ঢাকায় চলে আসেন। তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক হিসেবে যোগ দেন।

কাজল/ এসআর

×