ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

বাস সাদা-খয়েরি হওয়ার গল্প

আবদুল্লাহ আল মামুন

প্রকাশিত: ০১:৪২, ৪ আগস্ট ২০২৪

বাস সাদা-খয়েরি হওয়ার গল্প

বিশ্ববিদ্যালয়ের বাস শিক্ষার্থীদের কাছে আবেগের নাম

বিশ্ববিদ্যালয়ের বাস শিক্ষার্থীদের কাছে আবেগের নাম। এই বাসেই তৈরি হয় ক্যাম্পাস জীবনের নানা গল্প। ক্যাম্পাস ছাড়লেও বাসে তৈরি হওয়া গল্পগুলো থেকে যায় সারা জীবন। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীদের কাছেও তাদের সাদা-খয়েরি বাস আবেগ ও ভালোবাসারর নাম। প্রতিদিন এই সাদা-খয়েরি বাসকে ঘিরেই তৈরি হয় নতুন নতুন গল্প। বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলের সংকট থাকার কারণে অধিকাংশ শিক্ষার্থীদেরকেই ক্যাম্পাসের বাইরে থাকতে হয়। যার কারণে শিক্ষার্থীদের প্রতিদিনের ক্যাম্পাসে আসা-যাওয়ার নিত্য সঙ্গী এই সাদা-খয়েরি বাস।

যে সাদা-খয়েরি বাসকে নিয়ে শিক্ষার্থীদের প্রতিদিনের এত আলাপন সেই বাসের রং সাদা-খয়েরি কিভাবে হলো! পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আমিন উদ্দিন মৃধা-রহাত ধরে। বিশ্ববিদ্যালয়ের শুরুতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ক্যাম্পাসে যাওয়ার জন্য কোনো বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোনো পরিবহন ব্যবস্থা ছিল না। শুরুর দিকে শিক্ষার্থীদের ক্যাম্পাসে আসতে অনেক ঝক্কি-ঝামেলা পোহাতে হতো। শিক্ষার্থীরা তখন কিভাবে ক্যাম্পাসে আসতো সে বিষয়ে প্রথম ব্যাচের শিক্ষার্থী এবং গণিত বিভাগের শিক্ষক কানিজ ফাতেমা প্রভা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শুরুতে ক্যাম্পাসের কোনো বাসনা থাকার কারণে শিক্ষার্থীদের ভ্যান, নসিমন-করিমন, ট্যাম্পু, রিকশায় করে ক্যাম্পাসে আসা লাগত।

এরপরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য কিছু লেগুনা ভাড়া করা হয়। এর কিছু পরে শিক্ষর্থীরা বাসের জন্য প্রশাসনের কাছে আবেদন জানায়। সেই আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের জন্য বিআরটিসির ডাবল ডেকার বাস বাস ভাড়া করেন।’ বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য অধ্যাপক ড. মোজাফফর হোসেনের সময় ২০১২ সালে শিক্ষার্থীদের জন্য প্রথম বাস কেনা হয়। এই বাসের রং ছিল আকাশি-খয়েরি। মূলত বিশ্ববিদ্যালয়ের লোগোর খয়েরি রঙের সঙ্গে সমন্বয় করে বাসে আকাশি রং করা হয়। 

×