ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. কুদরাত-ই-খুদা বাবু।
যুক্তরাজ্যে অবস্থিত বিশ্ববিখ্যাত অক্সফোর্ড এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে পৃথক দুটি প্রোগ্রামে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. কুদরাত-ই-খুদা বাবু।
আমন্ত্রিত ও নির্বাচিত প্রতিনিধি হিসেবে তিনি ইতোমধ্যে ২২ জুন অক্সফোর্ড ইনিভার্সিটিতে অনুষ্ঠিত ‘দ্য কালেক্টিভ অব ওম্যান ইন লিগ্যাল ফিলোসপি’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন। যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৩০ জন নির্বাচিত ও আমন্ত্রিত প্রতিনিধি অংশ নেন।
এছাড়া আগামী ৮-১২ সেপ্টেম্বর বিশ্ববিখ্যাত ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে অনুষ্ঠেয় ‘লিডারশিপ ম্যানেজমেন্ট অ্যান্ড এএমপি; কনফ্লিক্ট রেজুলেশন’ শীর্ষক প্রোগ্রামে অংশগ্রহণের জন্য তিনি ফান্ডপ্রাপ্ত হয়ে আমন্ত্রিত ও নির্বাচিত হয়েছেন। যেখানে বিভন্ন দেশ থেকে ৪৫ জন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। ড. বাবু বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি কলাম লেখক, গবেষক ও মানবাধিকারকর্মী। তিনি থাইল্যান্ড, মালোয়েশিয়া, ভারতও ফিলিপাইনসহ বিভিন্ন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ফেলো এবং ভিজিটিং প্রফেসর। অক্সফোর্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, ম্যাকগিল ইউনিভার্সিটির জার্নালসহ বিভিন্ন স্কোপাস জেস ওয়েব অব সাইন্স-ইনডেক্সেড জার্নালে ড. বাবুর ইতিমধ্যে অর্ধশতাধিক রিসার্চ আর্টিকেল, বুক চ্যাপ্টার ও বুক রিভিউ প্রকাশিত হয়েছে।
তিনি জার্মানির ফ্রেডরিখ নেউম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম-এর একজন প্রাক্তন ফেলো এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটির সেন্টার ফর দ্য স্টাডি অব গ্লোবাল হিউম্যান মুভমেন্টের একজন প্রাক্তন সহযোগী সদস্য। তিনি কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, তুরস্ক, ভারতসহ বিভিন্ন দেশ থেকে প্রকাশিত ৯টি জার্নালের (স্কোপাস-ইনডেক্সেড জার্নালসহ) সম্পাদকীয় বোর্ডের সদস্য ও রিভিউয়ার। ইতিমধ্যে তিনি জার্মানী, ফিলিপাইন, তাইওয়ান, নেপাল, সিঙ্গাপুর, ভারত, মালোয়েশিয়া, থাইল্যান্ড, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন, সেমিনার ও ট্রেইনিং প্রোগ্রামে অংশগ্রহন করেছেন। ড. বাবু রাজশাহী জেলার বাঘা উপজেলার ছাতারী গ্রামের ঈসমাইল পন্ডিতের নাতি।
জাহিদুল