ঢাকা, বাংলাদেশ   রোববার ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে কুবি শিক্ষার্থীরা, ৭ কিলোমিটার যানজট

কুবি সংবাদদাতা

প্রকাশিত: ১৪:৫৫, ৪ জুলাই ২০২৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে কুবি শিক্ষার্থীরা, ৭ কিলোমিটার যানজট

কোটাবিরোধী আন্দোলনে শিক্ষার্থীরা।

২০১৮ সালে কোটা বাতিল করে দেওয়া প্রজ্ঞাপন হাইকোর্ট কর্তৃক অবৈধ ঘোষণার প্রতিবাদে ও প্রজ্ঞাপন পুনর্বহালের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও শিক্ষাবর্ষের পাঁচ শতাধিক শিক্ষার্থী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে। ফলে মহাসড়কে দেখা দিয়েছে ৭ কিলোমিটার দীর্ঘ যানজট।

বৃহস্পতিবার (৪ জুলাই) ১২টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে  বিক্ষোভ মিছিল নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এসময় তারা লড়াই লড়াই চাই ,লড়াই করে বাঁচতে চাই, আমার সোনার বাংলায় বৈষ্যমের ঠাই নাই, লেগেছেরে লেগেছে রক্তে আগুন লেগেছে, মেধা না কোটা, গো ব্যাক প্রশাসন সহ নানা স্লোগান দিতে থাকে। 

এই বিষয়ে জানতে চাইলে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘২০১৮ সালের যে পরিপত্র সেটার বাস্তবায়ন আমরা চাই। সরকারি চাকরিতে এই বৈষম্য দূর করতে হবে এবং মেধার ভিত্তিতে নিয়োগ চাই।’

জানা গেছে, কোটা ২০১৮ সালে কোটা বাতিল করে দেওয়া প্রজ্ঞাপন হাইকোর্ট কর্তৃক অবৈধ ঘোষণার প্রতিবাদে ও প্রজ্ঞাপন পুনর্বহালের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা অবরোধ করছে। এরই অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।  

প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে। ফলে অন্তত ৭ কিলোমিটার দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। দীর্ঘ এই ঘণ্টাব্যাপী আটকে থেকে চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা। 

চট্টগ্রাম থেকে ঢাকাগামী বাস চালক মোহাম্মদ জুলহাস বলেন, ‘চট্টগ্রাম থেকে রওনা দিয়ে ঢাকা যাওয়ার পথে এই কোটবাড়িতে এসে একঘণ্টা ধরে বসে আছি। যাত্রীরা চরম ভোগান্তিতে আছে।’

ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রাক চালক আনোয়ার হোসেন বলেন, ‘কাচামাল নিয়ে চট্টগ্রাম যাচ্ছি। পাঁচটার মধ্যে পৌঁছানোর কথা থাকলেও এখনো এখানেই বসে আছি মনে হয় না সময়ের মধ্যে পৌছাতে পারবো।’ 

ঢাকাগামী যাত্রী শ্রাবণ ইসলাম নয়ন বলেন, ‘একঘণ্টা ধরে জ্যামে আটকে আছি। কোন নড়চড় নেই। এদিকে এই বৃষ্টি এই রোদ। চরম ভোগান্তিতে আছি।’

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার বলেন, ‘অবরোধের কারনে মহাসড়কে যানযটের সৃষ্টি হয়েছে। অবরোধ সড়ে গেলে আমরা দ্রুত সময়ের মধ্যে যানযট নিরসনের চেষ্টা করবো।’
 

এম হাসান

×