ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সুখবর, উপবৃত্তি পাচ্ছেন ৮০ হাজার শিক্ষার্থী

প্রকাশিত: ১৩:৩৯, ২৩ মে ২০২৪

সুখবর, উপবৃত্তি পাচ্ছেন ৮০ হাজার শিক্ষার্থী

৬ষ্ঠ থেকে চার বছর মেয়াদী ডিপ্লোমা ৭ম পর্ব পযর্ন্ত শিক্ষার্থীরা এ বৃত্তি পাবেন।

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৮০ হাজার শিক্ষার্থী উপবৃত্তি পাচ্ছেন। ৬ষ্ঠ থেকে চার বছর মেয়াদী ডিপ্লোমা ৭ম পর্ব পযর্ন্ত শিক্ষার্থীরা এ বৃত্তি পাবেন।

সম্প্রতি অনুষ্ঠিত উপবৃত্তি বিষয়ক কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আজিজ তাহের খান। এ ছাড়াও উপবৃত্তি বিষয়ক কেন্দ্রীয় কমিটি সংশ্লিষ্টরা এতে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : এমপিওভুক্ত শিক্ষকরা বদলির সুযোগ পাচ্ছেন না

জানা যায়, দেশের ৮টি আঞ্চলিক কার্যালয় থেকে প্রাপ্ত সর্বমোট ৭৬ হাজার ৭৮৯ জন প্রথমবারের মতো উপবৃত্তির আওতায় আসা শিক্ষার্থীর তথ্যে উপবৃত্তির আওতাভুক্ত নয়- এমন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীর তথ্য যেনো না থাকে সেজন্য যাচাই-বাছাই করা হয়।

এ ছাড়াও ডিটিই স্টিপেন্ড এমআইএস সফটওয়্যারে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন, বাবা-মা বা অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস অ্যাকাউন্টের স্বয়ংক্রিয় ভেরিফিকেশন চালু থাকায় কাজের গুণগত মান নিশ্চিত হয়।

তাসমিম

সম্পর্কিত বিষয়:

×