
শিক্ষক। ফাইল ছবি।
শিক্ষক নিবন্ধনের সনদের মেয়াদ তিন বছর হওয়ায় ১-১৫তম নিবন্ধনধারীদের সনবাতিলের উপক্রম। এ অবস্থায় করণীয় জানতে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করবেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান।
এ বিষয়ে এনটিআরসিএ চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম গণমাধ্যমকে বলেন, ‘১-১৫তম নিবন্ধনধারীদের দাবিগুলো সুরাহার জন্য প্রধান বিচারপতির কাছে যাব। আগামী ১২ মার্চ প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করব।’
আরও পড়ুন : কারিগরি শিক্ষা চালু হচ্ছে এক হাজার মাদ্রাসায়
জানা গেছে, আগামী মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে সাক্ষাৎ করবেন এনটিআরসিএ’র চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম। প্রধান বিচারপতির কাছে তিনি সনদের বিষয়ে করণীয় জানতে চাইবেন। পরবর্তীতে প্রধান বিচারপতি যে সিদ্ধান্ত দেবেন সেটিই বাস্তবায়ন করবে এনটিআরসিএ।
এনটিআরসিএ’র একটি সূত্র জানিয়েছে, শিক্ষক নিবন্ধনের বিধিমালা এবং আপিল বিভাগের মতামত অনুযায়ী ১-১৫তম শিক্ষক নিবন্ধনধারীদের সনদের মেয়াদ নেই। তারা গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না। তবে নিবন্ধনধারীদের আন্দোলনের কারণে এ বিষয়ে নতুন করে ভাবা হচ্ছে।
এনটিআরসিএ’র এক কর্মকর্তা জানান, ১-১৫তম নিবন্ধনধারীদের বিষয়টি এখন ঝুলন্ত অবস্থায় রয়েছে। প্রধান বিচারপতি যে সিদ্ধান্ত দেবে সেটিই প্রতিপালন করা হবে। প্রধান বিচারপতি যদি মনে করেন ১-১৫তম নিবন্ধনধারীদের আবেদনের সুযোগ দেওয়া দরকার, তাহলে তারা আবেদন করতে পারবেন।
এ বিষয়ে এনটিআরসিএ’র চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম বলেন, ‘নিবন্ধনে টিকেছে এটা তাদের অপরাধ নয়। তাদের চাকরি দিতেই আমরা এই দায়িত্বে রয়েছি। আন্দোলনকারীদের দাবি নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতে আলোচনা করব। তিনি যে সিদ্ধান্ত দেবেন সেটি সবাইকে মেনে নিতে হবে।’
এম হাসান