ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

পরীক্ষা দিতে যাওয়ার পথে পরীক্ষার্থীর মৃত্যু 

প্রকাশিত: ১৩:৩০, ৬ মার্চ ২০২৪

পরীক্ষা দিতে যাওয়ার পথে পরীক্ষার্থীর মৃত্যু 

ট্রাকচাপায় এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

পরীক্ষা দিতে যাওয়ার পথে ট্রাকচাপায় এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। রাজশাহীতে ঘটনাটি ঘটেছে।

বুধবার (৬ মার্চ) সকাল ১০টার দিকে রাজশাহীর দুর্গাপুরে উপজেলার আনুলিয়া স্কুল মোড়ে এই ঘটনা ঘটে।

নিহত শাহরিয়ার নাফিজ (১৭) দুর্গাপুর উপজেলার পালশা বাগিছাপাড়া গ্রামের আব্দুল ওহাদের ছেলে। আহত শিক্ষার্থী হলেন একই গ্রামের নান্টুর ছেলে মাহফুজ (১৭)।

আরও পড়ুন : শিক্ষক নিয়োগ নিয়ে যে বিরাট সুখবর দিলেন প্রতিমন্ত্রী

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তারা দুইজনই এসএসসি পরীক্ষার্থী। তারা এবার পালসা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিচ্ছে। বুধবার সকালে উপজেলার জয়নগর ইউনিয়নের অন্তর্গত আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নাফিজ গুরুতর আহত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত মাহফুজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি আরও বলেন, তারা পরীক্ষা দিতে যাচ্ছিল। পথেই এই দুঘটনার শিকার হয়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

তাসমিম

সম্পর্কিত বিষয়:

×