ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

মণিপুর স্কুলে অধ্যক্ষ হিসেবে শিক্ষা ক্যাডার চান অভিভাবকরা

প্রকাশিত: ১৯:০৮, ৪ মার্চ ২০২৪

মণিপুর স্কুলে অধ্যক্ষ হিসেবে শিক্ষা ক্যাডার চান অভিভাবকরা

অভিভাবকদের সংবাদ সম্মেলন।

রাজধানীর মণিপুর স্কুল অ্যান্ড কলেজকে পারিবারিক সম্পত্তি বানিয়ে গ্রাস করার অপচেষ্টার অভিযোগ তুলেছেন অভিভাবকদের একাংশ। তাদের অভিযোগ- শিক্ষাপ্রতিষ্ঠানটির এমপিওভুক্তি বাতিল করে অবৈধভাবে ট্রাস্ট গঠনের অপতৎপরতা চলছে। এজন্য অধ্যক্ষ হিসেবে কোনো সেনা কর্মকর্তা অথবা একজন শিক্ষা ক্যাডারকে দায়িত্ব দেওয়ার দাবিও তুলেছেন তারা। পাশাপাশি দ্রুত সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গভর্নিং বডি গঠনের দাবি জানানো হয়।

সোমবার (৪ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিভাবকরা এসব অভিযোগ তুলে ধরেন। অভিভাবকদের পক্ষে মো. একলিমুর রেজা কোরাইশ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন।

লিখিত বক্তব্যে অভিভাবক একলিমুর রেজা কোরাইশ বলেন, ‘দানবীর নূর মোহাম্মদ ১৯৬৯ সালে মণিপুর স্কুল প্রতিষ্ঠা করেন। ১৯৮৩ সালে এ প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়। বর্তমানে এ প্রতিষ্ঠানে প্রায় ৩৩ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে। দুর্ভাগ্যজনকভাবে কয়েক বছর ধরে প্রতিষ্ঠানটি ঘিরে চক্রান্ত চলছে। এমপিওভুক্তি বাতিল করে প্রতিষ্ঠানটি ট্রাস্টের অধীনে নেওয়ার অপতৎপরতা চলছে। ফলে প্রতিষ্ঠানে অস্থিরতা বিরাজ করছে এবং পাঠদান ব্যাহত হচ্ছে।’

 

এম হাসান

×