ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সুখবর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের

প্রকাশিত: ১৩:৩৪, ২২ ফেব্রুয়ারি ২০২৪; আপডেট: ১৪:০২, ২২ ফেব্রুয়ারি ২০২৪

সুখবর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের

হাইকোর্ট। ফাইল ফটো

দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতনের ৬ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ কর্তনের বিপরীতে বাড়তি আর্থিক সুবিধা কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ রায়ের জন্য বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দিন ঠিক করেছিলেন।

আরও পড়ুন : জাবির ভর্তি পরীক্ষা,মানতে হবে যেসব নির্দেশনা

এ বিষয়ে রুলের শুনানি শেষ হয়েছে সোমবার (১৯ ফেব্রুয়ারি)। আদালতে ওইদিন রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত ৫ লাখের বেশি শিক্ষক ও কর্মচারীর বেতনের ১০ শতাংশ কর্তনের বিপরীতে আর্থিক ও অবসর সুবিধা প্রদানের বিষয়ে রায় হয়। রায় আসে শিক্ষকদের পক্ষে। আনুপাতিক হারে শিক্ষকরা সুবিধা পাবে এবং অবসর গ্রহণের ৬ মাসের মধ্যে পরিশোধ করতে হবে।

এসআর

×