ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ৫ অগ্রাহায়ণ ১৪৩১

পরীক্ষার পাস নম্বর ১০ বাড়তে পারে

প্রকাশিত: ১৮:২৪, ১৪ ডিসেম্বর ২০২৩

পরীক্ষার পাস নম্বর ১০ বাড়তে পারে

ভর্তি পরীক্ষা। ফাইল ফটো

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার পাস নম্বর ৫০ নম্বর করা হতে পারে। এ সংক্রান্ত একটি প্রস্তাব স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে এটি বাস্তবায়ন করা হবে বলে জানা গেছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। এর মধ্যে সরকারি মেডিকেলে ভর্তি থাকা শিক্ষার্থীদের ১০ নম্বর কাটা হতে পারে। এছাড়া ভর্তি পরীক্ষায় পাস নম্বর বাড়ানো হতে পারে।

ওই সূত্র আরও জানায়, বৃহস্পতিবার স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সাথে মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে সভা হওয়ার কথা ছিল। তবে বুদ্ধিজীবী দিবসের কারণে সভা স্থগিত করা হয়েছে। আগামী সপ্তাহে মন্ত্রণালয়ের সাথে অনুষ্ঠিত সভায় পাস নম্বর বাড়ানো এবং সরকারি মেডিকেলে ভর্তি থাকা শিক্ষার্থীদের ১০ নম্বর কাটার প্রস্তাব উপস্থাপন করা হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিঞা জানান, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়গুলো মন্ত্রণালয়ের সভায় উপস্থাপন করা হবে। মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দেবে আমরা তা বাস্তবায়ন করব।

 

এসআর

সম্পর্কিত বিষয়:

×