বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১

সর্বশেষ
ভারত ও আওয়ামী লীগের চাপেই দেশ ছাড়েন আজহারী? হ্যাকারদের ভয়ে ফেসবুক বন্ধ রেখেছেন আসিফ-হাসনাত-সারজিসরা সেনাবাহিনীতে অবৈধ হস্তক্ষেপ করতেন হাসিনার আত্মীয় তারিক সিদ্দিক: এম এ হক জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের হেলথকার্ড বিতরণ বয়স বাড়ার সঙ্গে ত্যাগ করতে হয় যেসব অভ্যাস মনের পুনঃসংগঠন এবং সহনশীলতা গঠনে করণীয় কেন ক্ষমা চাইলেন মিজানুর রহমান আজহারী? জানা গেল পবিত্র শবে মেরাজের তারিখ দিনমজুরকে পিটিয়ে হত্যা নেতৃত্ব বিকাশের জন্য ২০২৫ সালে যে পরিকল্পনা প্রয়োজন পর্যটকে মুখরিত সুন্দরবন নববর্ষ উপলক্ষে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল আপনার সেরা সংস্করণে পরিণত হওয়ার ১০টি উপায়! খুলনা জেলায় ৩২ লাখ বইয়ের ঘাটতি চাঁদপুরে তারুণ্যের উৎসব উদ্বোধন গণতন্ত্র ফেরাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান লাইফ সাপোর্টে নায়িকা অঞ্জনা ইন্টারপোলের লাল তালিকায় আছেন যেসব বাংলাদেশি! ভোট কেন্দ্রে ২০০ করে লাঠি প্রস্তুত রাখার নির্দেশ বিএনপি নেতার কোচিং-এ কীভাবে লক্ষ টাকা আয় করবেন? নতুন বছরে উপহার ৬শ’ ফুট দৈর্ঘ্যরে কাঠের সেতু গাফিলতির জন্য বাস্তবায়ন হলো না স্বপ্ন মুকসুদপুরে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন ব্রিটিশ সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ জেল-জুলুম, বিপ্লব পেরিয়ে অবশেষে অনার্স শেষ হলো সমন্বয়ক আব্দুল কাদেরের ইউক্রেন দিয়ে ইউরোপে রুশ গ্যাস সরবরাহ বন্ধ সিরীয় সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নিচ্ছে তুরস্ক চীন থেকে তাইওয়ানকে কেউ আলাদা করতে পারবে না আ.লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে! গাজার জনসংখ্যা কমেছে

সাইবার সিকিউরিটি প্রোগ্রাম চালু হচ্ছে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে

প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৩, ০৮:৫২ পিএম

শেয়ার

সাইবার সিকিউরিটি প্রোগ্রাম চালু হচ্ছে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে
সংবাদ সম্মেলন।

শিক্ষাগত উৎকর্ষ এবং ডিজিটাল সমাজের বিকশিত চাহিদা মেটানোর অঙ্গীকারের প্রতীক হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগামী জানুয়ারির স্প্রিং সেমিস্টার থেকে এমএসসি ইন সাইবার সিকিউরিটি প্রোগ্রাম চালু করা হচ্ছে। 

রাজধানীর ধানমন্ডিস্থ ড্যাফোডিল ভবন অডিটেরিয়াম মিলনায়তনে শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলন থেকে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এ বিষয়টি নিশ্চিত করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিঙ্গান তথ্যপ্রযুক্তি অনুষেদের ডীন প্রফেসর ড. সৈয়দ আখতার হোসেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড ইমরান মাহমুদ এবং এম এসসি ইন সাইবার সিকিউরিটির  প্রোগ্রাম পরিচালক ও সহযোগী অধ্যাপক মো. মারুফ হাসান ও এসিস্টিট্যান্ট প্রফেসর ড. শাপলা খানম প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ডিজিটাল প্রযুক্তি আমাদের দৈন্দিন জীবনের কেন্দ্রবিন্দু এবং সাইবার নিরাপত্তা ছাড়া জীবন ঝুকিপূর্ণ। সামাজিক মাধ্যম থেকে আনলাইন ব্যাংকিং পর্যন্ত ডিজিটাল প্লাটফর্মের ওপর নির্ভরশীলতা সাইবার স্পেসে দুর্বলতার দ্বারকে খুলে দিয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরো বলা হয়, চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে সাইবার সিকিউরিটির পরিদৃশ্য দ্রæত পরিবর্তন হচ্ছে। সাইবার হুমকিগুলোর বর্ধিত জটিলতা নতুন চ্যালেন্জ তৈরি করেছে যা দক্ষ সাইবার সিকিউরিটি পেশাদারদের ঘাটতিও প্রকাশ করেছে। এই ঘাটতি একটি বৈশ্বিক সমস্যা যা বিশ্বের বিভিন্ন জাতি ও শিল্পে প্রভাব ফেলেছে। বাংলাদেশে আমরা এমন বিশেষঙ্গদের প্রয়োজনীয়তা অনুভব করেছি, যারা এই ডিজিটাল ক্ষেত্রের জটিলতাগুলো নেভিগেট করতে পারে এবং আমাদের অবকাঠামো এবং তথ্যগুলো সাইবার হুমকিগুলো থেকে সুরক্ষিত রাখতে সক্ষম।
 

 




জেল-জুলুম, বিপ্লব পেরিয়ে অবশেষে অনার্স শেষ হলো সমন্বয়ক আব্দুল কাদেরের

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৫, ১২:২৯ এএম

শেয়ার

জেল-জুলুম, বিপ্লব পেরিয়ে অবশেষে অনার্স শেষ হলো সমন্বয়ক আব্দুল কাদেরের
সমন্বয়ক আব্দুল কাদের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের তার সংগ্রামী ছাত্রজীবনের আরেকটি মাইলফলক ছুঁয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ইনস্টিটিউট থেকে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী কাদের তার অনার্সে ৩.৫৭ সিজিপিএ অর্জন করেছেন।

কাদেরের এই যাত্রা সহজ ছিল না। সম্প্রতি এক ফেসবুক পোস্টে তিনি তার স্নাতকজীবনের কঠিন অধ্যায় এবং সংগ্রামের গল্প শেয়ার করেছেন। কাদের লিখেছেন, “অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েট, আলহামদুলিল্লাহ! আমার মতো নিম্নবিত্ত পরিবারের ছেলের পক্ষে এতদূর আসা সম্ভব হতো না, যদি না মায়ের প্রবল ইচ্ছাশক্তি থাকত।”

তিনি তার মায়ের ত্যাগের কথা স্মরণ করে লেখেন, “টাকা পয়সা না থাকা সত্ত্বেও মা আমাকে ভালো স্কুলে ভর্তি করিয়েছেন। বেতন কমানোর জন্য ঘণ্টার পর ঘণ্টা প্রিন্সিপালের রুমে বসে থেকেছি আমরা। বাবার সামান্য দারোয়ানের চাকরির আয়ে চলা এই পরিবারে টিকে থাকা ছিল কষ্টকর। তবুও আমার মামা ও আত্মীয়দের সহায়তায় আমরা টিকে ছিলাম।”

কাদের তার ছাত্রজীবনে বৈষম্যবিরোধী আন্দোলন ও বিপ্লবী কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি লেখেন, “জেল-জুলুম, বিপ্লব পেরিয়ে অবশেষে অনার্স জীবন শেষ হলো। সবচেয়ে বড় পাওয়া হলো, ছাত্রজীবনে হাসিনার পতন দেখে যেতে পারলাম। শুকরিয়া!”

তাঁর ছোট মামার অবদানের কথা স্মরণ করে কাদের বলেন, “গ্রাম থেকে আমাকে ঢাকা কলেজে নিয়ে আসা, ঢাবিতে ভর্তি হওয়া-সবকিছুর পেছনে মামার গাইডলাইন ছিল। আমি নিজের জীবন নিয়ে অগোছালো ছিলাম, কিন্তু মামা ছিলেন আমার পথপ্রদর্শক।”


জাবির নারী শিক্ষিকার বোরকা নিয়ে সাবেক ছাত্রদল নেতার কটুক্তি

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৫, ১২:০২ এএম

শেয়ার

জাবির নারী শিক্ষিকার বোরকা নিয়ে সাবেক ছাত্রদল নেতার কটুক্তি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সহকারী প্রক্টর শামীমা নাসরিন জলির বোরকা নিয়ে কটূক্তি করেছেন শাখা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নবীনুর রহমান নবীন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত দুইটায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

থার্টি ফার্স্ট নাইটে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান চালাচ্ছিল। এ সময় ৮-১০ জনের একটি প্রাইভেট কারের মাধ্যমে সন্দেহজনকভাবে চলাচল করছিল। গাড়িটি থামিয়ে পরীক্ষা করা হলে, সেখানে একজন নারী শিক্ষার্থী নিজেকে ৫০ ব্যাচের শিক্ষার্থী হিসেবে পরিচয় দেন। জাবি ছাত্রদল নেতা নবীনুর রহমান ওই শিক্ষার্থীকে চলে যেতে বলেন। সহকারী প্রক্টর শামীমা নাসরিন তার পরিচয় জানতে চাইলে নবীন আক্রমণাত্মক ভাষায় কথা বলেন এবং সহকারী প্রক্টরের পোশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন।

এ ঘটনায় প্রতিবাদে বুধবার (০১ জানুয়ারি) রাত ১০টায় সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। শিক্ষার্থীরা দাবি করেন, ‘‘গণঅভ্যুত্থানের পর স্বাধীন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে এমন আচরণ মেনে নেওয়া যায় না।’’

শামীমা নাসরিন জলি এ ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে বলেন, ‘আমরা দায়িত্ব পালন করছিলাম। একজন ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি চালাচ্ছিল। আমরা ক্যাম্পাসে এটি আপাতত নিষেধ বলে বুঝানোর চেষ্টা করছিলাম। তখন নবীন এসে তাদের চলে চেতে বলে। আমি খুবই নমনীয় ভাষায় তার পরিচয় জানতে চাইলে তিনি আক্রমণাত্মক ভঙ্গিতে আমার সাথে কথা বলেন। আমার পোশাক নিয়ে কটূক্তি করেন। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে কেন পোশাক নিয়ে হেনস্তার শিকার হতে হবে? নতুন স্বাধীনতার পর এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত।

অন্যদিকে, সাবেক ছাত্রদল নেতা নবীন অভিযোগের বিষয়ে বলেন, আমরা কয়েকজন হাঁটছিলাম তখন দেখলাম একটি গাড়িয়ে থামিয়ে জিজ্ঞসাবাদ করা হচ্ছে এবং একজন শিক্ষার্থীকে হেনস্তা করা হচ্ছে। আমি ক্যাম্পাসের সাবেক একজন শিক্ষার্থী হিসেবে সেখানে কথা বলছিলাম পরিস্থিতি ঠিক করার জন্য। আমরা সবাই মিলেই তো ক্যাম্পাসকে নিরাপদ রাখবো তাইনা? সাবেক হয়েছি বলে কি থার্টিফার্স্ট নাইটে নিজেদের মতো ঘুরতে পারি না? আগে তো আমরা সবাই মিলে ঘোরাঘুরি করতাম। আমরা তো ক্যাম্পাসে কোন অপকর্ম করতে আসিনি, আমাদের গাড়ির কাগজপত্র দেখিয়েছিলাম সেখানে। সে সময় আমি বলি তাহলে কি আমরা বোরকা পড়ে বসে থাকবো নাকি এবং এটি আমি তাকে উদ্দেশ্য করে বলি নাই বরং বিশ্ববিদ্যালয়ে আমাদের স্বাধীনতাকে উদ্দেশ্য করে বলেছি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জানান, ‘‘যদি ভুক্তভোগী লিখিত অভিযোগ দেন, তবে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’’


স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় গঠনের আল্টিমেটাম দিলো সাত কলেজ

ঢাকা কলেজ প্রতিনিধি

প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৫, ১০:৫৫ পিএম

শেয়ার

স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় গঠনের আল্টিমেটাম দিলো সাত কলেজ
সংবাদ সম্মেলনে সাত কলেজের শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত (ঢাবি) সরকারি সাত কলেজকে নিয়ে স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের লক্ষ্যে সম্প্রতি একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। আর এই কমিটিকে আগামী এক মাসের মধ্যে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় গঠন করার দাবি জানিয়েছেন কলেজগুলোর আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার (১ জানুয়ারি) বিকাল ৫ টায় ঢাকা কলেজের ক্যাফেটেরিয়ার সামনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি জানান সাত কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের ফোকাল পারসন ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী জাকারিয়া বারি সাগর।

তিনি বলেন, "আমরা দীর্ঘদিন থেকে ঢাবি অধিভুক্তি বাতিল করে সাত কলেজের সমন্বয়ে যে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়ে আন্দোলন করে আসছিলাম। সরকার আমাদের সে দাবি আমলে নিয়ে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নিয়েছে। সরকার সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথকীকরণ এবং কলেজগুলোর জন্য বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপরেখা প্রণয়নের জন্য একটি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। সাত কলেজের জন্য গঠিত বিশেষজ্ঞ এই কমিটিকে আমরা শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি।"

জাকারিয়া বারি বলেন, "রাষ্ট্র আমাদের শিক্ষা বৈষম্য দূর করে মানসম্মত উচ্চশিক্ষা বাস্তবায়নে যে পদক্ষেপ নিয়েছে, তা আমরা ইতিবাচক হিসেবেই দেখছি। একই সঙ্গে আমরা এই কমিটিতে শিক্ষার্থী প্রতিনিধি সংযুক্তি ও প্রয়োজনে অন্যান্য অংশীজনকে সম্পৃক্ত করার সুযোগের বিষয়টিকে সাধুবাদ জানাচ্ছি।"

এই শিক্ষার্থী জানান, কমিটির সম্মানিত সভাপতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ স্যারসহ সকল সদস্যদের আমাদের সমস্যার কথা জানানো হয়েছে। তবুও শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ কমিটিকে চার মাস সময় দেওয়া হয়েছে। যদিও এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, তবে এই দীর্ঘ সময়সীমাটি যৌক্তিকতার দিক থেকে প্রশ্নবিদ্ধ। বিগত চার মাসে সরকারের বিভিন্ন মহলে সাত কলেজের অধিভুক্তি বাতিল করে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে রূপান্তর নিয়ে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট সকলেই এ বিষয়ে একমত যে, সাত কলেজে ইন্টারমিডিয়েট পর্যায় রেখে একটি পূর্ণাঙ্গ কাঠামো দেওয়া সম্ভব। বর্তমানে এই কলেজগুলোর ৭টি পৃথক ক্যাম্পাসে অনার্স ও মাস্টার্স কার্যক্রম চলছে। ফলে নতুন অবকাঠামোরও প্রয়োজন নেই বা থাকলেও তা অতি সামান্য।

তিনি আরও বলেন, সাত কলেজের এ সমস্যা সমাধানে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত ১৩ সদস্যের কমিটি ৬ সপ্তাহ সময় নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে। যে প্রতিবেদনটি নবগঠিত বিশেষজ্ঞ কমিটিকে দেওয়ার কথা রয়েছে। এমন বাস্তবতায় আমরা শিক্ষার্থীরা নবগঠিত কমিটিকে দীর্ঘ ৪ মাস সময় দেওয়া অতিরঞ্জিত বলে মনে করছি। আমরা নবগঠিত বিশেষজ্ঞ কমিটিকে ৩০ কার্যদিবস অর্থাৎ ১ মাসের মধ্যে সাত কলেজের সমন্বয়ে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রজ্ঞাপন জাতির সামনে প্রকাশ করার দাবি জানাচ্ছি।

জাকারিয়া বলেন, "মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের কার্যপরিধি ২নং এ উল্লেখ আছে, ৭টি কলেজের স্বতন্ত্র সত্তা বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ একটি প্রাতিষ্ঠানিক কাঠামোতে রূপান্তরের প্রক্রিয়া নির্ধারণ ও বিকল্পসমূহ বিবেচনা করা...। এই ‘সমকক্ষ’ শব্দটি শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। আমরা বারংবার বলে এসেছি যে, সাত কলেজের শিক্ষার্থীরা আর কোনো প্রকার পরীক্ষামূলক পদ্ধতির ফাঁদে পা দেবে না। সমকক্ষ কিংবা এ জাতীয় সংশয়মূলক কোনো শব্দ শিক্ষার্থীরা গ্রহণ করবে না।"

যেহেতু কার্যপরিধি ২-এ সমকক্ষ কিংবা বিকল্পের কথা উল্লেখ আছে, সেহেতু আমরা মনে করি এ কমিটির স্বাধীনভাবে কাজের সুযোগ রয়েছে। শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা বিশ্লেষণ করে সাতটি কলেজের সমন্বয়ে সম্পূর্ণ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার রূপরেখা তৈরি করতে তাদের কোনো বাঁধা নেই। আমরা বিশ্বাস করি, মন্ত্রণালয়ের গঠিত এই বিশেষজ্ঞ কমিটির মাধ্যমেই নতুন স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের রোডম্যাপ তৈরি করা সম্ভব হবে। যার মাধ্যমে সাত কলেজ চিরমুক্তি পাবে।

তিনি আরও বলেন, "আমাদের সাত কলেজের শিক্ষার্থীদের মুক্তির এ আন্দোলন গত বছরের ২২ সেপ্টেম্বর শুরু হয়। ঢাকা কলেজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আমরা প্রথমবারের মতো সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আমাদের সংকট ও সমস্যার চিত্র তুলে ধরি। সমস্যা সমাধানে আমরা ঢাবি অধিভুক্তি বাতিল করে সাত কলেজের সমন্বয়ে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানাই। এরপর একই দাবি জানিয়ে ২৫ সেপ্টেম্বর মাননীয় শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, ২৯ সেপ্টেম্বর ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ও ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজকে স্মারকলিপি দিয়েছি। একই স্মারকলিপি কলেজগুলোর সম্মানিত অধ্যক্ষদেরও দেওয়া হয়েছে।"

এরপর আমরা ধারাবাহিকভাবে মানববন্ধন, বিক্ষোভ, নীলক্ষেত ও সায়েন্সল্যাব মোড় অবরোধ করে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি। আমরা ক্লাস-পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। আমাদের আন্দোলনের যৌক্তিকতা উপলব্ধি করে সাত কলেজের শিক্ষার্থী ছাড়াও সর্বমহলের সমর্থন আমরা পেয়েছি। পরবর্তী সময়ে মাননীয় শিক্ষা উপদেষ্টার আশ্বাসে আমরা আন্দোলন সাময়িক স্থগিত করেছি। মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় ঢাকা কলেজে এসে সাত কলেজকে ঢাবি অধিভুক্তি বাতিল করে স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামো দেওয়ার জন্য হাইভোল্টেজ কমিটি গঠনের ঘোষণা দেন। এরপর আমরা রাষ্ট্রের প্রতি শ্রদ্ধাশীলতা ও শিক্ষার্থী হিসেবে নিজেদের দায়িত্বশীলতার জায়গা থেকে মাঠ পর্যায়ের সব কর্মসূচি সাময়িক স্থগিত করে শ্রেণিকক্ষে ফিরে যাই।

জাকারিয়া বলেন, "আমরা শিক্ষার্থীরা স্পষ্ট বলতে চাই, সাত কলেজের সমন্বয়ে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় ছাড়া আমাদের শিক্ষার্থীরা বিকল্প কোনো সমাধান চায় না। আরও সহজ ভাষায় বললে এর বাইরে কোনো কার্যকর বা উপযুক্ত সমাধানও নেই। এখন যে বিশেষজ্ঞ কমিটি গঠিত হয়েছে, এ কমিটির সদিচ্ছা থাকলে আগামী এক মাসের মধ্যে একটি নতুন বিশ্ববিদ্যালয়ের রূপরেখা জাতির সামনে তুলে ধরা সম্ভব। আর যদি এক মাসের বেশি সময় নেওয়া হয়, তাহলে শিক্ষার্থীরা এ ধীরগতিকে কালক্ষেপণ হিসেবে ধরে নেবে। আমরা আর নতুন কোনো ধরনের ছলচাতুরি দেখতে চাই না, এ কমিটির মাধ্যমে যদি আমাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফল না ঘটে, আমরা ফের পড়ার টেবিল ছেড়ে রাজপথে নেবে আসতে বাধ্য হব।"


ঢাবিতে ছাত্রদলের আন্তঃহল ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৫, ১০:৩৯ পিএম

শেয়ার

ঢাবিতে ছাত্রদলের আন্তঃহল ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আন্তঃহল ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) ঢাবির শারীরিক শিক্ষা কেন্দ্রে ঢাবি শাখা ছাত্রদলের হলগুলোর মধ্যে এ আন্তঃহল ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জান শিপন। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল তার বক্তব্যে বলেন, “বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুস্থ ধারার ছাত্র রাজনীতি চর্চা করা জরুরি। বিগত বছরগুলোতে যে ধরনের ছাত্র রাজনীতি পরিলক্ষিত হয়েছে তা ছিল ভয়ংকর। শিক্ষার্থীরা ছাত্রলীগ কর্তৃক নিদারুণ নির্যাতনের শিকার হয়েছেন। ছাত্রদল এ ধরনের রাজনীতি থেকে বিরত থেকে সুস্থ ধারার ছাত্র রাজনীতি চর্চা করবে।”

তিনি আরও বলেন, “সাধারণ শিক্ষার্থীদের আশা-আকাঙ্খা, চিন্তা-চেতনা ধারণ করে ছাত্রদল আগামীর ছাত্র রাজনীতির সকলের মাঝে ছড়িয়ে দেবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে ধন্যবাদ এত সুন্দর একটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করার জন্য।”

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আন্তঃহল ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রত্যাশা করছি এই আয়োজন সফলভাবে সম্পন্ন হবে এবং আগামীতেও এ ধরনের আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল করবে। এতে যা যা সাহায্য দরকার, কেন্দ্রীয় ছাত্রদল তা সরবরাহ করবে।”

তিনি আরও জানান, “সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী স্বতঃস্ফূর্তভাবে পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমরা বাংলাদেশে এক নতুন ধারার ছাত্র রাজনীতি চালু করবো। আমাদের ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে।”


শর্ত পূরণ না করেই নিয়োগ পরীক্ষায় ডাক পেলেন সাবেক শিবির সভাপতি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৫, ০৯:৫০ পিএম

শেয়ার

শর্ত পূরণ না করেই নিয়োগ পরীক্ষায় ডাক পেলেন সাবেক শিবির সভাপতি
ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ব্যবস্থাপনা শিক্ষা বিভাগে প্রভাষক পদে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিয়োগ বিজ্ঞপ্তিতে ঘোষিত ফলাফলের শর্ত পূরণ না করেই ডাক পেয়েছেন এক প্রার্থী। মোবারক হোসাইন নামের ওই প্রার্থী বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাবেক সভাপতি। 

 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গত অক্টোবর মাসে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের এই পদের ক্ষেত্রে প্রার্থীর এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় প্রথম বিভাগ অথবা ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। এই বিজ্ঞপ্তির অধীনে নিয়োগ পরীক্ষায় ডাক পাওয়া মোবারক হোসাইনের এইচএসসির জিপিএ ৪.০০-এর কম। তিনি ২০০৩ সালে কুমিল্লা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫-এর মধ্যে জিপিএ-৩.৯০ পেয়ে পাস করেছিলেন।

 

ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের প্রভাষক পদে নিয়োগ পরীক্ষার প্ল্যানিং বা বাছাই কমিটিতে রয়েছেন বিভাগটির প্রধান অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান, ড. মুহম্মদ আসহান উল্লাহ, সহযোগী অধ্যাপক মাহবুব আলম, ড. জি এম আজমল আলী কাওসার ও মোহাম্মদ মাকসুদুল করিম।

যোগ্যতার শর্ত পূরণ না করে প্রার্থী পরীক্ষায় ডাক পাওয়া প্রসঙ্গে ওই বিভাগের প্রধান ড. শেখ মকছেদুর রহমান বলেন 'আমরা প্ল্যানিং কমিটি বসে মিটিং করেছি। এটি আসলে একটি অনাকাঙ্ক্ষিত ভুল। আমরা রেজিস্ট্রার বরাবর চিঠি পাঠিয়েছি। এখন এটি প্রশাসন দেখবে।

 

প্ল্যানিং কমিটিতে থাকা ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মুহম্মদ আসহান উল্লাহ বলেন, এটা তো চেয়ারম্যান বা রেজিস্ট্রার বলতে পারবে। ক্রাইটেরিয়া (মানদণ্ড) ব্যতীত এইখানে এলে কাউকেই নেওয়া যাবে না। এখন দেখার বিষয় এটি কি প্রিন্টিংয়ে ভুল হয়েছে না কি অন্যকিছু। তাছাড়া ক্রাইটেরিয়া সম্পূর্ণ না হলে প্ল্যানিং কমিটিও কাউকে নিতে পারে না। ক্রাইটেরিয়া হচ্ছে এসএসসি, এইচএসসি জিপিএ-৪। সেখানে এর নিচে আসবে কীভাবে? এটা চেয়ারম্যান অনুসন্ধান করে ভুল হয়ে থাকলে শুদ্ধ করে দিতে পারে। এটায় কারও ওপরই দোষারোপ করে লাভ নেই। হায়ার অথরিটি ইচ্ছে করলে এটা বাতিল করতে পারে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মজিবুর রহমান মজুমদার বলেন, সে পরীক্ষাতে বসবে কি বসবে না এটা তার এখতিয়ার। যখন সিলেকশন বোর্ডে আসবে, সিলেকশন বোর্ডের মেম্বাররা অ্যানালাইসিস করবে। যদি সে আসে সিলেকশন বোর্ড সবকিছু দেখেশুনে তখন তারা সিদ্ধান্ত নেবে। যোগ্যতাই যদি না থাকে তাহলে সে কীভাবে পরীক্ষায় অংশগ্রহণ করবে? এই প্রশ্নে তিনি বলেন, ভুলে একজনের কাছে কার্ড চলে গেছে। তার কার্ডটা তো আমি রহিত করতে পারি না। বাতিল করার জন্য তিনটা ধাপ রয়েছে। বাছাই বোর্ড, প্ল্যানিং ও সিন্ডিকেট- সে যেকোনও একটা ধাপে আটকে যেতে পারে। তাকে আটকানোর আইন আমার হাতে নাই।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, এটি আমাদের সিলেকশন বোর্ড দেখবে। বোর্ড যদি দেখে সে (প্রার্থী) কোয়ালিফাই করে না তাহলে বাদ যাবে। প্রত্যেক সময়ই আমরা বোর্ডে চেক করি। তবে প্ল্যানিং কমিটিকে অবশ্যই আমরা শোকজ করবো।

 

উল্লেখ্য, মোবারক হোসাইন ২০০৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পাস করেন। এরপর ২০১২ সালে নর্দার্ন ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্ন করেন। ২০১৪-১৫ সেশনে ভারতের রাজস্থানের একটি ইউনিভার্সিটিতে পিএইচডি শুরু করেন। যা শেষ হয় ২০১৭ সালে। এর ফাঁকে সিটি ইউনিভার্সিটি থেকে এলএলবি পাস করেন। ICMAB তে CMA’র প্রথম সেমিস্টার শেষ করেন। সর্বশেষ জুলাই ২০১৯-এ তিনি দাওরায়ে হাদিস ডিগ্রি লাভ করেন। তার পিএইচডি থিসিসে আপত্তিকর শব্দের ব্যবহার, উইকিপিডিয়া থেকে সরাসরি কপি-পেস্ট করা ও ইংরেজি ভুল শব্দ ও বাক্যের ব্যবহার নিয়ে রয়েছে সমালোচনা।

 

তিনি ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় সভাপতি, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় দফতর সম্পাদক, কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন।