ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

aiub
aiub

ইউজিসির সদস্য হলেন জবি উপাচার্য ড. সাদেকা হালিম

জবি সংবাদদাতা 

প্রকাশিত: ১২:০৬, ৫ ডিসেম্বর ২০২৩

ইউজিসির সদস্য হলেন জবি উপাচার্য ড. সাদেকা হালিম

জবি উপাচার্য ড. সাদেকা হালিম

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) খণ্ডকালীন সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। 

গতকাল সোমবার ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

জানা যায়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আদেশের ৪ (১) ও ৪ (৪) ধারার বিধান অনুসারে গৃহীত কমিশন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী দুই বছরের জন্য তিনি খণ্ডকালীন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। 

গত ৫ অক্টোবর ২০২৩ থেকে তার নিয়োগ কার্যকর হয়েছে। আগামী দুই বছর এ দায়িত্ব পালন করবেন তিনি।

এর আগে গত ৩০ নভেম্বর অধ্যাপক ড.সাদেকা হালিম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান। তিনি বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ ও প্রথম নারী উপাচার্য।
 

টিএস

×