ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রাহায়ণ ১৪৩১

নতুন শিক্ষাক্রম নিয়ে বিভ্রান্তি: সংবাদ সম্মেলন কাল

প্রকাশিত: ১৮:২৮, ২৯ অক্টোবর ২০২৩; আপডেট: ১৮:৫৯, ২৯ অক্টোবর ২০২৩

নতুন শিক্ষাক্রম নিয়ে বিভ্রান্তি: সংবাদ সম্মেলন কাল

শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন

নতুন শিক্ষাক্রম নিয়ে বিভ্রান্তি ও অপপ্রচার দূর করতে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। 

সোমবার দুপুর ১২টায় রাজধানীর আন্তর্জাতিক মার্তৃভাষা ইনস্টিটিউটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। রবিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।

জানতে চাইলে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, নতুন শিক্ষাক্রম নিয়ে বিভিন্ন অপপ্রচার চলছে। নতুন শিক্ষাক্রম নিয়ে বিভ্রান্তি বা অপপ্রচারের বিষয়গুলো পরিস্কার করতে মন্ত্রী মহোদয় সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। 

এনসিটিবির কর্তারা বলছেন, নতুন শিক্ষাক্রমের কিছু দিক নিয়ে মিথ্যাচার ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে অভিভাবকদের মাঝে। তাদের অনেকে না বুঝেই এ শিক্ষাক্রমের বিরোধিতা করছেন। 

 

এস

×