বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ।
শিগগিরই প্রকাশ করা হবে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এ তথ্য জানিয়েছে।
এনটিআরসি জানিয়েছে, কিছু বিষয়ের একই কোড এবং অস্পষ্টতা রয়েছে, যা আগের নিবন্ধনের নিয়োগে জটিলতা তৈরি করেছে। এসব বিষয় সমাধানের কাজ চলছে। সমাধান করে দ্রুতই ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করবে বলে গণমাধ্যমকে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
আরও পড়ুন :সিডনিতে ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের বিশেষ উন্মুক্ত দিবস
এনটিআরসিএর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. এনামুল কাদের খান গণমাধ্যমকে বলেন, ‘গত নিয়োগের সময় দেখা গেছে কিছু বিষয়ের একই কোড রয়েছে। আমরা সেই কোডগুলো পরিবর্তনের চেষ্টা করছি। কেননা কম্পিউটার সেটি আলাদা করতে পারে না। এ জন্য জটিলতা হয়, যা নিয়োগ প্রক্রিয়াকে দীর্ঘায়িত করতে পারে। এ ছাড়া কিছু বিষয়ের অস্পষ্টতাও নিয়োগ কার্যক্রমের গতি কমিয়ে আনতে পারে, সেগুলো দূর করার জন্য আমাদের কর্মকর্তারা কাজ করছেন। এগুলো সমাধান হলেই ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। দিন বা তারিখ বলতে পারব না। তবে শিগগিরই এই ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি আমরা প্রকাশ করতে চাই।’
তিনি বলেন, ‘আমরা এ বিজ্ঞপ্তিতে খালি পদের সংখ্যা জানাই না, আমরাও সংগ্রহ করি না। বিধিমালা অনুসারে লিখিত পরীক্ষার আগে আমরা শূন্য পদের চাহিদা চেয়ে পাঠাই। সেগুলো যাচাই–বাছাই করে শূন্য পদের সংখ্যা আমরা প্রকাশ করি। সেভাবেই নিয়োগ দেওয়ার কার্যক্রম শুরু হয়।’
এম হাসান