ফাইল ছবি।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশ পেয়ে বিভিন্ন স্কুল-কলেজের ১৩ হাজার ৭০৫ জন নতুন শিক্ষক যোগদানের মাস থেকেই বেতন বা এমপিও পাবেন।
স্কুল-কলেজের এমপিও নীতিমালার এ নির্দেশনা দেয়া হয়েছে।
স্কুল-কলেজের নতুন শিক্ষকরা যোগদানের পর এমপিওভুক্ত হতে দেরি হলেও তারা যোগদান করার মাসের বেতন বকেয়া বাবদ পাবেন।
আরও পড়ুন :নারীদের নেতৃত্বে এনে জাতিসংঘকে উদাহরণ সৃষ্টি করতে হবে
বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এনটিআরসিএর সুপারিশ পেয়ে যোগদান করবেন ২৭ হাজার ৭৪ জন নতুন শিক্ষক। আগামী ১৯ অক্টোবরের মধ্যে তাদের যোগদান করতে বলা হয়েছে। কলেজ ও স্কুলে ১৩ হাজার ৭০৫, মাদরাসায় ১১ হাজার ২৭৯, কারিগরিতে ৫১৬, সংযুক্ত স্কুলে ১ হাজার ৫৮৩, সংযুক্ত মাদরাসায় ৬২১ জন প্রার্থীকে শিক্ষক পদে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করা হয়েছে।
এমএম