ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে যা জানতে চায় হাইকোর্ট

প্রকাশিত: ১৩:৩০, ২২ আগস্ট ২০২৩; আপডেট: ১৫:২২, ২২ আগস্ট ২০২৩

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে যা জানতে চায়  হাইকোর্ট

ফাইল ছবি।

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদেরকে গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ এবং বদলির ব্যবস্থা কেন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মোঃ বশির উল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি দৈত বেঞ্চ এই রুল জারি করেন।

ইনডেক্সধারী শিক্ষকদের পক্ষে রিট আবেদনটি করেছেন রংপুরের মাসুম বিল্লাহ। রিট পিটিশন নং ১০২৬৮/২০২৩।

আরও পড়ুন:৫৯ জন সহকারী শিক্ষককে শোকজ

রিট পিটিশনারদের পক্ষে মামলাটি শুনানী করেন এডভোকেট শরিফ আহমদ এবং এডভোকেট এ আই এম সাঈদ।

শিক্ষকদের পক্ষে রিট আবেদনকারী মাসুম বিল্লাহ সংবাদমাধ্যমকে জানান, আদালত ইনডেক্সধারীদের পক্ষে রুল জারি করেছেন। আগামী ২৮ কার্য দিবসের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এমএম

×