ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

শ্রেণিকক্ষে টিকটক, ৪ ছাত্রী বহিষ্কার

প্রকাশিত: ২১:১০, ১৬ আগস্ট ২০২৩

শ্রেণিকক্ষে টিকটক, ৪ ছাত্রী বহিষ্কার

ছবি: সংগৃহীত।

মাদারীপুর জেলার কালকিনিতে কালীনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বসে টিকটক ভিডিও তৈরি করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ায় চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (১৬ আগস্ট) দুপুরের এ ঘটনায় ওই চার শিক্ষার্থীকে নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা সৃষ্টি হয়েছে।

এ প্রসঙ্গে কালীনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন কিরণ গণমাধ্যমকে জানান, স্কুল হচ্ছে পড়ালেখা শেখার জায়গা, এটা কোনো টিকটক করার জায়গা নয়। অভিযুক্ত চার ছাত্রীকে শাস্তি দেয়া হয়েছে। যাতে তাদের মতো আর কোনো শিক্ষার্থী বিদ্যালয়ে এসে এসব করার সাহস না পায়।

কালীনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সদস্য হাফিজুর রহমান মিলন জানান, আমি একজন অভিভাবক হিসেবে বলতে চাই, বিদ্যালয়ে বসে তারা অন্যায় কাজ করেছে তাই শাস্তি হয়েছে। আগামীতে কোনো শিক্ষার্থী এভাবে অন্যায় অপরাধ করলে কোনো প্রকার ছাড় পাবে না।

 

এমএম

সম্পর্কিত বিষয়:

×