ফাইল ছবি।
আগের প্রস্তাব সঠিক না থাকায় নতুনভাবে সরকারিকরণ হওয়া স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার প্রস্তাব পুনরায় পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ ও ক্রয়) মহিউদ্দীন আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন সরকারিকরণকৃত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বেতন- ভাতা বরাদ্দ প্রদানের ক্ষেত্রে নিম্নবর্ণিত প্রতিষ্ঠানের জাতীয়করণের প্রজ্ঞাপন আদেশ গেজেট, জনপ্রশাসন মন্ত্রণালয়ের পদ সৃজন আদেশ, অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের পদ সৃজন আদেশ, বাস্তবায়ন অনুবিভাগের স্কেল গ্রেড নির্ধারণ আদেশ এবং সচিব কমিটির সুপারিশে প্রতিষ্ঠানের যে নাম উদ্ধৃত আছে, তার সাথে প্রস্তাবে উল্লিখিত নামের পার্থক্য এবং শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বরাদ্দের তথ্য সঠিক না থাকায় এ বিষয়ে সংশোধনসহ পুনরায় প্রস্তাব প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এমএম