ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিভাগীয় মাদ্রাসা শিক্ষক সমাবেশ

প্রকাশিত: ১৯:০০, ৮ আগস্ট ২০২৩

বিভাগীয় মাদ্রাসা শিক্ষক সমাবেশ

লোগো।

চট্টগ্রাম বিভাগীয় মাদ্রাসা শিক্ষক সমাবেশ-২০২৩-এর আয়োজন করা হয়েছে। শনিবার (১২ আগস্ট) হাটহাজারী ছিপাতলী গাউছিয়া মূঈনীয়া কামিল(এম.এ) মাদ্রাসায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে। 

মঙ্গলবার(৮ আগস্ট) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মাহাপরিচালক(অতিরিক্ত সচিব) হাবিবুর রহামন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহদাত বার্ষিকী ও ১৫ আগস্ট শাহাদাত বরণকারী সকল শহীদদের স্মরণে দোয়া মাহফিলসহ মাদ্রাসা শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা এবং শিক্ষকদের প্রত্যাশা শীর্ষক চট্টগ্রাম বিভাগীয় মাদ্রাসা শিক্ষক সমাবেশ-২০২৩ আয়োজন করা হয়েছে। 

সমাবেশে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা-উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ। 

এমএম

সম্পর্কিত বিষয়:

×