ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

পানিতে ডুবে বশেমুরবিপ্রবির ২ শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ১৬:৩১, ১ আগস্ট ২০২৩; আপডেট: ১৭:৪৪, ১ আগস্ট ২০২৩

পানিতে ডুবে বশেমুরবিপ্রবির ২ শিক্ষার্থীর মৃত্যু

ফাইল ছবি।

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) দুই শিক্ষার্থী লেকের পানিতে ডুবে মারা গেছেন।

মঙ্গলবার (১ আগস্ট) বষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামরুজ্জামান। 

মৃত দুই শিক্ষার্থীর নাম রিতু ও হিয়া। তারা পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা (ইএসডি) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

আরও পড়ুন>>  নতুন তিন পাবলিক বিশ্ববিদ্যালয়কে শিক্ষা কার্যক্রম অনুমোদন

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামরুজ্জামান বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঝুম বৃষ্টি হচ্ছিল। এ সময় দুই শিক্ষার্থী লেকপাড়ে বৃষ্টিতে ভিজছিল। পরে বৃষ্টিতে ভেজার পর তারা বিশ্ববিদ্যালয় লেকে পড়ে নিখোঁজ হয়। 

এমএম

সম্পর্কিত বিষয়:

×