ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রাহায়ণ ১৪৩১

তীব্র তাপদাহে অসুস্থ হয়ে ভিকারুননিসার ৬ ছাত্রী হাসপাতালে

প্রকাশিত: ১৮:১৬, ৭ জুন ২০২৩

তীব্র তাপদাহে অসুস্থ হয়ে ভিকারুননিসার ৬ ছাত্রী হাসপাতালে

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ।

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ৬ ছাত্রী তীব্র তাপদাহে অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

বুধবার (৭ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত মূল ক্যাম্পাসের একাদশ শ্রেণির ছয়জন ছাত্রী গরমে অসুস্থ হয়ে পড়ে। 

কলেজের অধ্যক্ষ কেকা রায় চৌধুরী বলেন, তীব্র গরমে একাদশ শ্রেণির কয়েকজন ছাত্রী গরমে ক্লাসরুমে অসুস্থ হয়ে পড়ে। আমরা প্রাথমিকভাবে তাদের পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাই। পাঁচ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। তাদের মধ্যে একজনের বাড়ি মিরপুর। সে হাসপাতালে ভর্তি আছে। তার সঙ্গে তার মা-বাবাও আছেন।

তিনি জানান, চলমান তীব্র গরমে শ্রেণি শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ায় উদ্ভূত এমন পরিস্থিতি কর্তৃপক্ষকে জানানো হবে। 

এদিকে, তীব্র তাপপ্রবাহের কারণে গতকাল মঙ্গলবার গৌরীপুর সুবল আলতাফ উচ্চ বিদ্যালয়ে হাবিবা আক্তার নামে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ছাড়া, আজ কুমিল্লার দাউদকান্দির পাঁচ স্কুলের ২২ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে প্রাথমিক চিকিৎসা শেষে ১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বাকীদের চিকিৎসা চলছে বলে হাসপাতাল কর্তপক্ষ জানায়।

 

এম হাসান

সম্পর্কিত বিষয়:

×