ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ঘূর্ণিঝড় মোখা: ইসলামী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

ইবি সংবাদদাতা 

প্রকাশিত: ২১:১৪, ১৩ মে ২০২৩

ঘূর্ণিঝড় মোখা: ইসলামী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

ইসলামী বিশ্ববিদ্যালয়

ঘূর্ণিঝড় মোখার কারণে একদিন বন্ধ থাকবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। আগামীকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে অফিসসমূহ যথারীতি খোলা থাকবে।

শনিবার (১৩ মে) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখার কারণে আগামীকাল রবিবার (১৪ মে) সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে তবে অফিসসমূহ খোলা থাকবে।

এদিকে, বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’য় উদ্ভূত পরিস্থিতিতে উপকূলীয় এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছাড়া, আগামী রবিবার (১৪ মে) এবং সোমবার (১৫ মে)  পাঁচটি শিক্ষাবোর্ডে ২০২৩ সালের চলমান এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা। কক্সবাজারকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদ  দেখাতে বলা হয়েছে। রবিবার সকাল ৬টা থেকে বিকেল ৬টার মধ্যে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় মোখা।

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×