শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের দায়ে ১৬ শিক্ষার্থীকে আবাসিক হলে থাকতে নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া ছাত্রীকে মারধরের অভিযোগে প্রমাণিত হওয়ায় এক ছাত্রকে আজীবনের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গত ফেব্রুয়ারিতে ব্যবসায় প্রশাসন বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে র্যাগ দেওয়ার দায়ে একই বিভাগের দ্বিতীয় বর্ষের ১৬ শিক্ষার্থীকে আবাসিক হলে নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষা জীবনে তারা হলে থাকতে পারবে না। এ ছাড়া এক ছাত্রীর গায়ে হাত তোলায় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।’
তিনি বলেন, ‘গতকাল বিকালে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে হলে নিষিদ্ধ এবং বহিষ্কৃতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।’
এ দিকে, অন্য একটি ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক গাড়ি চালককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এমএইচ