ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

মাধ্যমিকে অনলাইনে বেড়েছে ভর্তির সময়

প্রকাশিত: ১৮:৫৪, ১৬ ফেব্রুয়ারি ২০২৩

মাধ্যমিকে অনলাইনে বেড়েছে ভর্তির সময়

ফাইল ফটো

২০১২-২০২৩ অর্থ বছরে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি আবেদনের সময় বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দেশের সব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।

অফিস আদেশে জানানো হয়, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে ২০২৩ অর্থ বছরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি অথবা দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে হবে। এ জন্য আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদনের সময় বাড়ানো হলো।

আদেশে আরও জানানো হয়, ভর্তি সহায়তা পাওয়ার জন্য শিক্ষার্থীদের http:/www.eservice.pmeat.gov.bd/admission লিংকে প্রবেশ করে আবেদন করতে হবে।

ই-ভর্তি সহায়তার ব্যবহার নির্দেশিকা অনুসরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোডের মাধ্যমে আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারিত সিস্টেমে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের আবেদন করতে হবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করণে সহায়তা দিয়ে থাকে।

 

এসআর

সম্পর্কিত বিষয়:

×