ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিষয় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

সপ্তম শ্রেণির লেখাপড়া

হুমায়রা সুলতানা নীলা

প্রকাশিত: ০০:৫০, ২৫ জানুয়ারি ২০২৩

সপ্তম শ্রেণির লেখাপড়া

-

অধ্যায় : প্রথম (প্রাত্যহিক জীবনে আইসিটির ব্যবহার ও গুরুত্ব)

প্রাক্তন শিক্ষক 
ম্যাপেলিফ ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা

বহু নির্বাচনি প্রশ্নোত্তর:
১। পৃথিবীর যে কোন জায়গার অবস্থান বের করে ফেলতে পারে কোনটি?
ক) কম্পিউটার            খ) মোবাইল 
গ) জিপিএস              ঘ) টেলিভিশন
উত্তর: গ) জিপিএস          
২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার হয়Ñ
র) ব্যক্তিগত যোগাযোগে রর) বিনোদনে 
ররর) প্রকাশনায়
নিচের কোনটি সঠিক?
ক) র, রর             খ) রর, ররর  
গ) র, ররর         ঘ) র, রর, ররর 
উত্তর: ঘ) র, রর, ররর 
৩। ই-বুক কী?
ক) ইলেকট্রনিক বুক 
খ) ইলেক্ট্রনিক ফাইল
গ) ইলেকট্রিক বুক 
ঘ) ইলেকট্রন বুক 
উত্তর: ক) ইলেকট্রনিক বুক 
৪। ঘরে বসে ভালো চোখের ডাক্তারের সন্ধান নেয়া যায় কীসের মাধ্যমে?
ক) ই-বুক রিডার       খ) ই-হসপিটাল 
গ) ই-চিকিৎসা কেন্দ    ঘ) ই-ক্লিনিক 
উত্তর: গ) ই-চিকিৎসা কেন্দ্র     
৫। উইকিপিডিয়া কী?
ক) ডেটাবেজ       খ) মুক্ত বিশ্বকোষ 
গ) স্মার্ট ফোন    ঘ) উন্মুক্ত সফ্্টওয়্যার 
উত্তর: খ) মুক্ত বিশ্বকোষ 
৬। কল সেন্টারগুলোর কাজ কী?
ক) গ্রাহকের নির্দিষ্ট প্রশ্নের উত্তর দেয়া
খ) গ্রাহকের কাছ থেকে অর্থ গ্রহণ করা
গ) গ্রাহকের কথা রেকর্ড করা
ঘ) গ্রাহকের কাছ থেকে সুবিধা নেয়া 
উত্তর: ক) গ্রাহকের নির্দিষ্ট প্রশ্নের উত্তর দেয়া
৭। সামাজিক যোগাযোগের সাইট এর উদাহরণÑ
র) গুগল প্লাস  রর) টুইটার  ররর) ইউটিউব
নিচের কোনটি সঠিক?
ক) র, রর                খ) র, ররর 
গ) রর, ররর              ঘ) র, রর, ররর 
উত্তর: ক) র, রর           
৮। ফেসবুকে একটি নির্দিষ্ট উপায়ে মনের ভাব প্রকাশ করার অন্য নাম কী?
ক) স্ট্যাটাস        খ) টুইট 
গ) সাউট            ঘ) স্ট্যান্ডাড 
উত্তর: ক) স্ট্যাটাস          
৯। সামাজিক যোগাযোগের সাইটে ব্যবহারকারীর পরিচিতমূলক বিশেষায়িত ওয়েবপেইজকে কী বলে?
ক) ফাইল              খ) ইলেকট্রনিক ফাইল 
গ) পোর্টফোলিও         ঘ) প্রোফাইল 
উত্তর: ঘ) প্রোফাইল
১০। নিচের কোনটি সামাজিক যোগাযোগের সাইটÑ
ক) িি.িসড়ুরষষধ.পড়স  
খ)  িি.িুড়ড়ঢ়ঢ়ধ.পড়স
গ)  িি.িমড়মষব.পড়স
ঘ)  িি.িধাধংঃ.পড়স 
উত্তর: খ)  িি.িুড়ড়ঢ়ঢ়ধ.পড়স
১১। ই-কার্ড কোথায় পাওযা যায়? 
ক) স্কুলে               খ) বাজারে 
গ) ইন্টারনেট          ঘ) শপিং মলে 
উত্তর: গ) ইন্টারনেট     
১২। সামাজিক কর্মকা- সহজ করে দিয়েছে কোন ধরনের ওয়েবসাইট?
ক) সফটওয়্যার ওয়েবসাইট 
খ) সংবাদপত্রের ওয়েবসাইট
গ) বিজ্ঞাপনের ওয়েবসাইট 
ঘ) সামাজিক যোগাযোগের ওয়েবসাইট 
উত্তর: ঘ) সামাজিক যোগাযোগের ওয়েবসাইট 
১৩। আমরা ঘরে বসেই খাবার অর্ডার দিতে পারিÑ
র) ইন্টারনেট ব্যবহার করে   
রর) মোবাইল ব্যবহার করে
রর) সংবাদপত্র ব্যবহার করে
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর             খ) র ও ররর 
গ) রর ও ররর              ঘ) র, রর ও ররর 
উত্তর : ক) র ও রর
১৪। জিপিএসকে কোনটি সংকেত পাঠায়?
ক) চাঁদ                 খ) মঙ্গলগ্রহ 
গ) কৃত্রিম উপগ্রহ     ঘ) বুধগ্রহ 
উত্তর : গ) কৃত্রিম উপগ্রহ
১৫। ই-মেইল এর পূর্ণরূপ কোনটি?
ক) ইলেকট্রিক্যাল  মেইল     
খ ) ইলেকট্রন মেইল
গ) ইলেকট্রনিক মেইল                 
ঘ) ইলেকট্রিক মেইল
উত্তর : গ) ইলেকট্রনিক মেইল
১৬। প্রিন্টারে কালি হিসেবে কী ব্যবহৃত হয়?
ক) ড্রাম              খ) টোনার 
গ) রিবন              ঘ) লেড 
উত্তর : খ) টোনার                  
রচনামূলক প্রশ্নোত্তর
প্রশ্ন ১। ইলেকট্রনিক ভোটিং মেশিন ও ই-ক্লাসরুম বলতে কী বুঝ?
উত্তর : ইলেকট্রনিক ভোটিং মেশিন  হলো ডিজিটাল পদ্ধতিতে ভোট প্রদানের একটি ইলেকট্রনিক যন্ত্র। এই যন্ত্রের মাধ্যমে মেশিনের বোতাম চেপে ভোট দেয়া যায়। ভোট গ্রহণ শেষ হবার পর দ্রুততম সময়ে ভোট গণনা করা যায়।
ই-ক্লাসরুম : মাল্টিমিডিয়া সমৃদ্ধ কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ সম্বলিত ক্লাসরুমই হচ্ছে ই-ক্লাসরুম। শিক্ষক এই ক্লাসরুমে পাঠদান করলে দেশের সকল শিক্ষার্থী ইচ্ছে করলে সেই ক্লাসে অংশগ্রহণ করতে পারবে।
প্রশ্ন : ২। সামাজিক যোগাযোগের ওয়েবসাইটসমেূহর ব্যবহারগুলো উল্লেখ কর।
উত্তর : সামাজিক যোগাযোগের ওয়েবসাইটসমূহের ব্যবহারগুলো হচ্ছে,
র) তথ্য আদান-প্রদান করে ভাব বিনিময় করা।
রর) ছবি, ভিডিও এবং এনিমেশন শেয়ার করা।
ররর) সামাজিক যোগাযোগ এবং বন্ধন অটুট রাখা।  
রা) সামাজিক আন্দোলন গড়ে তোলা।
া) ভিন দেশের মানুষের সংস্কৃতি সম্পর্কে জানা।
প্রশ্ন : ৩। ভার্চুয়াল ক্লাসরুম কী? শিক্ষাক্ষেত্রে এর ভূমিকা আলোচনা কর।
উত্তর : সরাসরি উপস্থিত না থেকে ইন্টারনেটের মাধ্যমে দূর-দূরান্তে বসে ভিডিও-কন্ফারেন্সিং-এ যুক্ত থেকে ক্লাসে অংশগ্রহগণ করাই হলো ভার্চুয়াল ক্লাসরুম।
বর্তমানে শিক্ষাক্ষেত্রে ভার্চুয়াল ক্লাসরুমের গুরুত্ব অপরিসীম। একজন শিক্ষার্থী ইচ্ছে করলে একজন ভালো মানের শিক্ষকের ক্লাসরুমে উপস্থিত না হয়েও অনলাইনে যুক্ত হয়ে ক্লাস করতে পারে। শিক্ষাকে আনন্দময় এবং সহজবোধ্য করতে ভার্চুয়াল ক্লাসরুম অপরিহার্য।
প্রশ্ন : ৪। জিপিএস বলিতে কি বুঝ?
উত্তর : জিপিএস-এর পূর্ণনাম হচ্ছে এষড়নধষ চড়ংরঃরড়হরহম ঝুংঃবস. পৃথিবীর যে কোনো অবস্থান সম্পর্কে জানতে যে প্রযুক্তি ব্যবহার করা হয় তার নাম জিপিএস। নব্য প্রযুক্তিতে তৈরি সকল গাড়িতে জিপিএস লাগানো থাকে। ফলে কেউ যদি পথঘাট চিনতে না পারে তাহলে সে জিপিএস এ নির্দিষ্ট জায়গার ম্যাপকে জুড়ে দিতে পারলেই সঠিক গন্তব্যে পৌঁছে যেতে পারবে। জিপিএস এই কাজটি করে কৃত্রিম উপগ্রহের সাহায্যে। উপগ্রহগুলো পৃথিবীতে সংকেত পাঠায়। জিপিএস সেই সংকেত কাজে লাগিয়ে গন্তব্যস্থান বা লোকেশন বের করে।

×