ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সরকারি স্কুলে ভর্তির লটারি আজ, যেভাবে দেখবেন ফল

প্রকাশিত: ১১:২০, ১২ ডিসেম্বর ২০২২

সরকারি স্কুলে ভর্তির লটারি আজ, যেভাবে দেখবেন ফল

শিক্ষার্থী

দেশের সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে সোমবার (১২ ডিসেম্বর) ভর্তির লটারি অনুষ্ঠিত হবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির উপস্থিতিতে আজ দুপুর ২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ লটারি শুরু হবে। 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এ তথ্য জানিয়েছে। লটারি শেষে স্কুলে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে দেখা যাবে ফল।

বেসরকারি স্কুলগুলোর (মহানগরী, জেলা সদর ও উপজেলা পর্যায়) লটারি হবে মঙ্গলবার (১৩ ডিসেম্বর)। ওইদিন বিকেল ৩টা থেকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে হবে লটারি।

প্রতিষ্ঠানপ্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে তাদের ইউজার আইডি দিয়ে ফল জানতে পারবে। এছাড়া টেলিটক থেকে এসএমএসের ( GSA RESULT USER ID লিখে পাঠাতে হবে 16222 নম্বরে) মাধ্যমেও জানা যাবে ফল।

সারাদেশে দুই হাজার ৯৬১টি বেসরকারি স্কুলে আসন রয়েছে ৯ লাখ ৪০ হাজার ৮৭৬টি। আর সরকারি ৪০৫টি স্কুলে রয়েছে ৮০ হাজার ৯১ আসন।

 

এমএইচ

×