শিক্ষার্থী
দেশের সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে সোমবার (১২ ডিসেম্বর) ভর্তির লটারি অনুষ্ঠিত হবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির উপস্থিতিতে আজ দুপুর ২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ লটারি শুরু হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এ তথ্য জানিয়েছে। লটারি শেষে স্কুলে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে দেখা যাবে ফল।
বেসরকারি স্কুলগুলোর (মহানগরী, জেলা সদর ও উপজেলা পর্যায়) লটারি হবে মঙ্গলবার (১৩ ডিসেম্বর)। ওইদিন বিকেল ৩টা থেকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে হবে লটারি।
প্রতিষ্ঠানপ্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে তাদের ইউজার আইডি দিয়ে ফল জানতে পারবে। এছাড়া টেলিটক থেকে এসএমএসের ( GSA RESULT USER ID লিখে পাঠাতে হবে 16222 নম্বরে) মাধ্যমেও জানা যাবে ফল।
সারাদেশে দুই হাজার ৯৬১টি বেসরকারি স্কুলে আসন রয়েছে ৯ লাখ ৪০ হাজার ৮৭৬টি। আর সরকারি ৪০৫টি স্কুলে রয়েছে ৮০ হাজার ৯১ আসন।
এমএইচ