ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

একাদশে ভর্তির আবেদন শুরু ৮ ডিসেম্বর 

প্রকাশিত: ১৯:৪৪, ১ ডিসেম্বর ২০২২

একাদশে ভর্তির আবেদন শুরু ৮ ডিসেম্বর 

একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন গ্রহণ আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। দুই মাস ধরে এই ভর্তি কার্যক্রম চলবে। 

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের গ্রহণের এই তারিখসহ অন্যান্য বিষয় ঠিক করা হয়। শিক্ষামন্ত্রী দীপু মনি সভায় অনলাইনে যোগ দেন। বাকিরা সশরীরে সভায় যোগ দেন।

এবারও একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। ভর্তির জন্য কোনো পরীক্ষা হবে না। অনলাইনে হবে ভর্তি।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। 

তিনি বলেন, অনলাইনে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের পছন্দক্রম দিয়ে আবেদন করা যাবে।

২৮ নভেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৯ লাখ ৯৪ হাজার ১৩৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৭ লাখ ৪৩ হাজার ৬১৯ জন। বিপুল এই শিক্ষার্থীরা এখন উচ্চ মাধ্যমিকে ভর্তির অপেক্ষায় আছে।

এমএম

×