ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ঢাবিতে হলের ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ১১:৪৮, ২৩ নভেম্বর ২০২২

ঢাবিতে হলের ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

লিমন কুমার রায়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের ভবন থেকে পড়ে লিমন কুমার রায় (২০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পৌনে ১১টায় তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঢাবির ছাত্ররা তাকে মুমূর্ষু অবস্থায় নিয়ে আসেন। তারা জানিয়েছেন, জগন্নাথ হলের সন্তোষ চন্দ্র ভট্টাচার্জ ভবন থেকে নিচে পড়ে গেছেন তিনি।

জগন্নাথ হলের আবাসিক শিক্ষক চন্দন কুমার দাস জানান, ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ৩য় বর্ষের শিক্ষার্থী লিমন। থাকতেন ওই ভবনে। তার বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা গ্রামে।

এমএইচ

×