ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

শিক্ষাবোর্ডের

ডেঙ্গু আক্রান্ত এইচএসসি পরীক্ষার্থীদের নতুন নির্দেশনা

প্রকাশিত: ২১:৫৪, ৫ নভেম্বর ২০২২; আপডেট: ২১:৫৬, ৫ নভেম্বর ২০২২

ডেঙ্গু আক্রান্ত এইচএসসি পরীক্ষার্থীদের নতুন নির্দেশনা

ডেঙ্গু আক্রান্ত শিক্ষার্থীদের কেন্দ্রগুলোকে নির্দেশনা

এইচএসসি ও সমমান পরীক্ষায় ডেঙ্গু আক্রান্ত শিক্ষার্থীদের আলাদা পরীক্ষা নিতে কেন্দ্রগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্র ও কেন্দ্রের আশেপাশে মশার ওষুধ ছিটাতে বলা হয়েছে।

রবিবার সকাল ১১ টায় সারাদেশে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। এর আগেই আন্তঃ শিক্ষাবোর্ড থেকে এমন নির্দেশনা এলো। এবারের পরীক্ষায় ১২ লাখ পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলেন, কেন্দ্র সচিবদের ডেঙ্গু ও কোভিডের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। কেন্দ্র ও কেন্দ্রের আশেপাশে মশার ওষুধ ছিটাতে হবে। আর ডেঙ্গু রোগী যদি থাকে, তাকে আলাদা করে পরীক্ষা নেওয়ার জন্য বলা হয়েছে।

দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর চাপ ক্রমশ বাড়ছে। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪১ হাজার ৪৮১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের ১৬২ জন মারা গেছেন। শিক্ষার্থীদের ঝুঁকি কমাতে ডেঙ্গু আক্রান্তদের জন্য বিশেষ এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এমএস

সম্পর্কিত বিষয়:

×