ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

বিষয় : বিজ্ঞান

পঞ্চম শ্রেণির পড়াশোনা

মোঃ আনোয়ার হোসেন

প্রকাশিত: ০১:৪৮, ৬ সেপ্টেম্বর ২০২২

পঞ্চম শ্রেণির পড়াশোনা

পঞ্চম শ্রেণির পড়াশোনা

অধ্যায় : নবম (আমাদের জীবনে প্রযুক্তি)

সহকারী শিক্ষক

কড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদমদীঘি, বগুড়া

 

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর :

বিজ্ঞান কি?

উত্তর : বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান যা পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা করে

প্রযুক্তি কি?

উত্তর : প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ

বৈজ্ঞানিক পদ্ধতির ধাপসমূহ লেখ

উত্তর: পর্যবেক্ষণ   প্রশ্নকরণ   অনুমিত সিদ্ধান্ত   

   পরীক্ষণ    সিদ্ধান্ত গ্রহণ    বিনিময়

জৈব প্রযুক্তি কি?

উত্তর :মানুষের কল্যাণে নতুন কিছু উপাদনে জীবের ব্যবহারই হলো জৈব প্রযুক্তি

আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়াবহ প্রয়োগ কোনটি?

উত্তর : যুদ্ধের অস্ত্র তৈরি ও এর ব্যবহার

তিনটি কৃষি প্রযুক্তির নাম লেখ

উত্তর : কোদাল, ট্রাক্টর ও সেচ পাম্প

শিল্প বিপ্লব কখন হয়েছিল?

উত্তর : আঠারো শতকে

রাসায়নিক প্রযুক্তি কি?

উত্তর : ফসলের ক্ষতিকারক পোকা ও আগাছা দমন করা এবং বাড়তি উপাদনের জন্য ফসলে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহারই হলো রাসায়নিক প্রযুক্তি

সবচেয়ে আধুনিক প্রযুক্তি কি?

উত্তর : তথ্য প্রযুক্তি

১০প্রযুক্তি আমাদের জীবনকে কেমন করেছে?

উত্তর : নিরাপদ, উন্নত ও আরামদায়ক করেছে

১১মহাকাশের বিভিন্ন বস্তু পর্যবেক্ষণ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়?

উত্তর : দূরবীক্ষণ যন্ত্র

১২এক নাগাড়ে কত সময়ের বেশি টেলিভিশন দেখা বা কম্পিউটার ব্যবহার করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর?

উত্তর : এক ঘন্টা

১৩প্রযুক্তির ক্ষতিকর প্রভাবের দুটি উদাহরণ দাও

উত্তর : অস্ত্র তৈরি ও এর ব্যবহার

১৪বায়ু দূষণ পরিবেশের উপর কি প্রভাব সৃষ্টি করছে?

উত্তর : বায়ু দূষণ বৈশ্বিক উষ্ণায়ন ও এসিড বৃষ্টির মতো পরিবেশের উপর বিভিন্ন ক্ষতিকর প্রভাব সৃষ্টি করছে

১৫দুটি আধুনিক কৃষি প্রযুক্তির নাম লেখ

উত্তর : ট্রাক্টর ও সেচ পাম্প

বর্ণনামূলক প্রশ্ন :

প্রশ্ন : ১অল্প সময়ে অধিক উপাদনের জন্য মানুষ কোন কোন কৃষি প্রযুক্তি ব্যবহার করে? তা ব্যাখ্যা করো

উত্তর : অল্প সময়ে অধিক উপাদনের জন্য মানুষ যে সকল প্রযুক্তি ব্যবহার করে তা নি¤œ ব্যাখ্যা করা হলো :

র) যান্ত্রিক প্রযুক্তি : চাষাবাদের জন্য মানুষ বিভিন্ন কৃষি প্রযুক্তি যেমনÑ শাবল, কোদাল, লাঙ্গল উদ্ভাবন করেছেবর্তমানে ট্রাক্টর, সেচ পাম্প বা ফসল মাড়াইয়ের যন্ত্রের মতো আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে মানুষ স্বল্প সময়ে অধিক খাদ্য উপাদন করছে

রর) রাসায়নিক প্রযুক্তি : বাড়তি উপাদনের জন্য অনেক ফসলে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হয়রাসায়নিক সার উদ্ভিদের  বৃদ্ধি এবং অধিক ফসল উপাদনে সহায়তা করেরাসায়নিক পদার্থ ফসলের ক্ষতিকারক পোকা ও আগাছা দমন করে অধিক খাদ্য উপাদনের ভূমিকা রাখছে

ররর) জৈব প্রযুক্তি : এই প্রযুক্তি মানুষকে অধিক পুষ্টিসমৃদ্ধ, পোকামাকড় প্রতিরোধী এবং অধিক ফলনশীল উদ্ভিদ উপাদনে সহায়তা করছে

প্রশ্ন : ২তিনটি যোগাযোগ প্রযুক্তির নাম লেখঅতিরিক্ত টেলিভিশন দেখার পাঁচটি ক্ষতিকর প্রভাব লেখ

উত্তর : তিনটি যোগাযোগ প্রযুক্তি হলো : ট্রেন, মোবাইল ও ইন্টারনেট

অতিরিক্ত টেলিভিশন দেখার পাঁচটি ক্ষতিকর প্রভাব নিচে উল্লেখ করা হলো :

র) সময়ের অপচয় ঘটায়

রর) নিয়মিত খেলাধুলা, ব্যায়াম ও চিন্তার পথে বাধা সৃষ্টি করে

ররর) দৃষ্টিশক্তির ক্ষতি হয়

রা) পড়াশোনার ব্যাঘাত ঘটে

া) স্বাস্থ্যের ক্ষতি হয়

প্রশ্ন : ৩প্রযুক্তির ক্ষতিকর প্রভাবের দুটি উদাহরণ লেখপ্রযুক্তি ব্যবহারের ছয়টি সুবিধা উল্লেখ করো

উত্তর : প্রযুক্তির ক্ষতিকর প্রভাবের দুটি উদাহরণ হলো :

র) পরিবেশ দূষণ যা জীবের জন্য মারাত্মক ক্ষতিকর

রর) আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়াবহ প্রয়োগ হলো যুদ্ধের অস্ত্র তৈরি ও এর ব্যবহার

প্রযুক্তি ব্যবহারের ছয়টি সুবিধা নিচে উল্লেখ করা হলো :

র) কৃষি প্রযুক্তি ব্যবহার করে মানুষ অল্প সময়ে অধিক হারে ফসল উপাদন করছে

রর) তথ্য প্রযুক্তি ব্যবহার করে মানুষ ঘরে বসেই মুহূর্তের মধ্যে বিশ্বের খবর াখবর জানতে পারে

ররর) যোগাযোগ প্রযুক্তি মানুষের জীবনকে আরামদায়ক ও সহজ করেছে

রা) নির্মাণ প্রযুক্তি ব্যবহার করে সহজে টেকসই ও নিরাপদ দালানকোঠা, রাস্তাঘাট, ব্রীজ ইত্যাদি তৈরি করছে

া) চিকিসা প্রযুক্তির মাধ্যমে মানুষ সহজে রোগ নির্ণয় ও উন্নত চিকিসা সেবা নিতে পারছে

ার) শিক্ষা প্রযুক্তি শিক্ষা ব্যবস্থাকে সহজ, প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তুলেছে

আরো পড়ুন  

×