ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

অষ্টম শ্রেণির বিজ্ঞান

প্রকাশিত: ২১:৪৩, ১১ নভেম্বর ২০২১

অষ্টম শ্রেণির বিজ্ঞান

প্রাক্তন শিক্ষক এসএএফএস লন্ডন স্কুল, ঢাকা বহু নির্বাচনি প্রশ্নোত্তর ১। অ্যালুমিনিয়ামের যোজনী কত ক) ১ খ) ২ গ) ৩ ঘ) ৪ উত্তরঃ গ) ৩ ২। ক্যালসিয়াম সালফেটের একটি অনুতে কয়টি পরমাণু বিদ্যমান? ক) ২ খ) ৩ গ) ৫ ঘ) ৬ উত্তরঃ ঘ) ৬ ৩। ঘঐ৩ + ঐ২ঙ ণ, ণ এর মান কোনটি? ক) ঘঐ৩ঙঐ খ) ঐধঙঐ গ) ঘঐ৪ঙঐ ঘ) ঐঘঙ৩ উত্তর: গ) ঘঐ৪ঙঐ ৪। সালফারের দহনের ফলে উৎপন্ন শিখার বর্ণ কিরূপ হয়? ক) লাল খ) নীল গ) সবুজ ঘ) বেগুনী উত্তরঃ খ) নীল ৫। গম + ঙ গমঙ বিক্রিয়াটি কোন ধরনের ক) সংযোজন খ) প্রশাসন গ) দহন ঘ) প্রতিস্থাপন উত্তরঃ গ) দহন ৬। কোনটি চুনাপাথরের সংকেত? ক) ঈধঈঙ৩ খ) গমঈঙ৩ গ) ঋব ঈঙ৩ ঘ) ঈঁঈঙ৩ উত্তরঃ ক) ঈধঈঙ৩ ৭। ২ঘধ ঐঈঙ৩ ঘধঈঙ৩ + ঈঙ২ + ঐ২ঙ এটি কী ধরনের বিক্রিয়া? ক) সংযোজন খ) দহন গ) প্রতিস্থাপন ঘ) বিযোজন উত্তরঃ ঘ) বিযোজন ৮। প্রশমন বিক্রিয়ায় উৎপাদিত দ্রব্য কোনটি? ক) পানি খ) লবণ + পানি গ) লবণ ঘ) ক্ষার + পানি উত্তরঃ খ) লবণ + পানি ৯। হাইড্রোজেন + অক্সিজেন পানি, বিক্রিয়াটি হলোÑ র) সংযোজন বিক্রিয়া রর) দহন বিক্রিয়া ররর) প্রতিস্থাপন বিক্রিয়া নিচের কোনটি সঠিক? ক) র, রর খ) রর, ররর গ) র; ররর ঘ) র, রর, ররর উত্তরঃ ক) র, রর ১০। নিচের কোন সমীকরণটি সঠিক? ক) ঈধ (ঙঐ)২ + ঈঙ২ ঈধ(ঐঈঙ৩) ২ খ) ঋবঝঙ৪ + ঈঁ ঈধঝঙ৪ + ঋবঝঙ৪ গ) ২ঘধঙঐ + ঐ২ ঝঙ৪ ঘধঝঙ৪ + ২ঐ২ঙ ঘ) ঈধঙ + ঐ২ঙ ঈধঙঐ উত্তর: গ) ২ঘধঙঐ + ঐ২ঝঙ৪ ঘধঝঙ৪ + ২ঐ২ঙ ১১। কোনটি গ্যাসীয় পদার্থ? ক) ঈঁঙ খ) ঐ২ঙ গ) ঘঐ৩ ঘ) কঈষ উত্তর: গ) ঘঐ৩ নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাওঃ ঈঁঈঙ৩ অ + ঈঙ২ ১২। সমীকরণের ‘অ’ চিহ্নিত স্থানে বসবে ক) ঈঁ খ) ঙ২ গ) ঈঁ২ঙ ঘ) ঈঁঙ উত্তর: ঘ) ঈঁঙ ১৩। উদ্দীপকের বিক্রিয়াটি কোন ধরনের? ক) সংযোজন খ) প্রতিস্থাপন গ) বিযোজন ঘ) দহন উত্তরঃ গ) বিযোজন ১৪। আয়রন এর সাথে সালফার এর বিক্রিয়ায় উৎপন্ন যৌগের সংকেত কোনটি? ক) তহঝ খ) তহঝঙ৪ গ) ঋবঝঙ৪ ঘ) ঋবঝ উত্তরঃ ঘ) ঋবঝ ১৫। নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ? ক) চিনি খ) তুঁতে গ) খাদ্য লবণ ঘ) সাইট্রিক এসিড উত্তরঃ ক) চিনি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তরঃ প্রশ্ন:১। সংকেত কাকে বলে? উত্তর: কোন মৌল বা যৌগের অনুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। প্রশ্ন:-২। খাবার সোডার সংকেত কী? উত্তর: খাবার সোডার সংকেত হলো ঘধঐঈঙ৩ । প্রশ্ন:-৩। ভিনেগার কী? উত্তরঃ- ইথায়নিক এসিডের (৬-১০) % জলীয় দ্রবণকে ভিনেগার বলে। প্রশ্ন:-৪। সংযোজন বিক্রিয়া কী? উত্তরঃ যে রাসায়নিক বিক্রিয়াতে একাধিক মৌল বা যৌগ মিলে নতুন এক বা একাধিক যৌগ গঠন করে তাকে সংযোজন বিক্রিয়া বলে। প্রশ্ন:-৫। বিযোজন কী? উত্তর:- যে বিক্রিয়ায় কোন যৌগ ভেঙ্গে তার সরলতম উপাদানে পরিণত হয়, সেই বিক্রিয়াকে বিযোজন বিক্রিয়া বলে। প্রশ্ন ৬। চুনে পানি যোগ করলে কী উৎপন্ন হয়? উত্তরঃ- চুনে পানি যোগ করলে চুন ও পানি বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোঅক্সাইড উৎপন্ন হয়। প্রশ্ন:-৭। প্রতিস্থাপন বিক্রিয়া বলিতে কী বুঝ? উত্তরঃ যদি কোন মৌল কোন যৌগ থেকে অপর একটি মৌল সরিয়ে নিজে ঐ স্থান দখল করে নতুন যৌগ তৈরি করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া করে। প্রশ্ন:-৮। এসেটিক এসিডের সংকেত লিখ? উত্তরঃ এসেটিক এসিডের সংকেত হলো ঈঐ৩ ঈঙঙঐ. প্রশ্নঃ-৯। প্রশমন বিক্রিয়া কী? উত্তর: যে বিক্রিয়ায় এসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে প্রশমন বিক্রিয়া বলে। প্রশ্ন:-১০। কুইক লাইম কী? উত্তর:-কুইক লাইম হলো ক্যালসিয়াম অক্সাইড (ঈধড়) । রচনামূলক প্রশ্নোত্তর প্রশ্ন ১। র) ঈঁঝঙ৪ + তহ ? রর) গম + ঙ২ ? ররর) ঈধঙ + ঈঐ৩ ঈঙঙঐ ? রা) ঈধঈঙ৩ ঈধঙ + ণ ক) অক্সালিক এসিডের সংকেত লেখো। খ) ‘সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়’-ব্যাখ্যা করো। গ) উদ্দীপকে উল্লিখিত র, রর, ররর নং বিক্রিয়গুলো সম্পন্ন করো। ঘ) ‘ণ’ গ্যাসের মধ্যে চুনের পানি, ঈধ(ঙঐ)২ যোগ করলে কী ঘটে? বিক্রিয়াসহ বিশ্লেষণ করো। সমাধানঃ ক) অক্সালিক এসিডের সংকেত ঈ২ঐ২ঙ৪ খ) ক্ষারক হলো মুলত ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড। যে সকল ক্ষারক পানিতে দ্রবীভ‚ত হয় তাদেরকে ক্ষার বলে। যে সকল ক্ষারক পানিতে অদ্রবনীয় তাদের শুধুমাত্র ক্ষারক বলে, ক্ষার নয়। কিন্তু ক্ষারসমূহ বিশেষ ধরনের ক্ষারক। সুতরাং বলা যায় সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। গ) উদ্দীপকের র, রর, ররর নং বিক্রিয়াগুলো নিম্নরূপে সম্পন্ন করা হয়। র) ঈঁঝঙ৪ + তহ তহঝঙ৪ + ঈঁ রর) ২গম + ঙ২ ২ গমঙ ররর) ঈধঙ + ২ঈঐ৩ ঈঙঙঐ (ঈঐ৩ ঈঙঙ)২ ঈধ + ঐ২ঙ ঘ) উদ্দীপকের (রা) নং বিক্রিয়াটি সম্পন্ন করে পাই ঈধঈঙ৩ ঈধঙ + ঈঙ২ ঈধঈঙ৩ হলো চুনাপাথর যা তাপ দেয়ার ফলে বিযোজিত হয়ে বা ভেঙ্গে কার্বন-ডাই অক্সাইড গ্যাস ও ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন করে। অর্থাৎ ণ গ্যাসটি হলো ঈঙ২। এই গ্যাসটির সাথে চুনের পানি যোগ করলে পানি ঘোলা হয়। এক্ষেত্রে চুনের পানি ও ঈঙ২ বিক্রিয়া করে আবার ঈধঈঙ৩ তৈরি হওয়ায় চুনের পানি ঘোলা হয়।

আরো পড়ুন  

×