সহকারী অধ্যাপক
শাহ্ নিয়ামতুল্লাহ কলেজ চাঁপাইনবাবগঞ্জ
(সৃজনশীল প্রশ্ন) : অধ্যায় : ২য় ও ৩য়
দেশে মুদ্রাস্ফীতি দ্রুত বাড়ছে। মুদ্রাস্ফীতি রোধে বাংলাদেশ ব্যাংক তালিকাভূক্ত ব্যাংকগুলোর নগদ জমার পরিমাণ ৫% থেকে ৭% এ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে তালিকাভূক্ত ব্যাংকগুলোর ঋণদান ক্ষমতা কিছুটা কমলেও তা প্রত্যাশিত না হওয়ায় বাংলাদেশ ব্যাংক বাজারে সহজ শর্তে কিছু বন্ড ও বিল ছেড়েছে। এতে গ্রাহকদের মধ্যে যথেষ্ট সাড়া পরিলক্ষিত হচ্ছে।
প্রশ্ন : ক) বাণিজ্যিক ব্যাংক কী?
উত্তর : যে ব্যাংক জনসাধারণের আমানত গ্রহণ ও ঋণদানের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে।
প্রশ্ন : খ) কেন্দ্রীয় ব্যাংককে সরকারের ব্যাংক বলা হয় কেন?
উত্তর : কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক হিসাবে অর্থ জমা রাখে এবং সরকারের পক্ষে লেনদেন করে। সরকারের নির্দেশে সরকারি ব্যয় পরিশোধ করে, হিসাব রাখে এবং যাবতীয় আর্থিক কার্যাবলি সম্পন্ন করে। আবার এ ব্যাংক সরকারের পক্ষে নোট ইস্যু করে এবং মুদ্রার প্রচলন করে দেশের অর্থনীতিকে সচল রাখার চেষ্টা করে। মূলত সরকারের পক্ষ হয়ে কেন্দ্রীয় ব্যাংক যাবতীয় ব্যাংকিং কার্যক্রম পরিচালনা ও সম্পাদন করে বলে এটি সরকারের ব্যাংক।
অধ্যায় : ২য় ও ৩য় (বহুনির্বাচনী প্রশ্ন)
১। কেন্দ্রীয় ব্যাংকের মালিকানা কার হাতে ন্যস্ত থাকে?
ক) ম্যানেজারের
খ) পরিচালনা পর্ষদের
গ) সরকারের
ঘ) বিনিয়োগকারীদের
২। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো-
ক) বাণিজ্যিক ব্যাংক খ) কেন্দ্রীয় ব্যাংক
গ) কৃষি ব্যাংক ঘ) শিল্প ব্যাংক
৩। বাজারে অর্থের পরিমাণ কম হলে কেন্দ্রীয় ব্যাংক তখন-
ক) সুদের হার বাড়িয়ে দেয়
খ) সুদের হার কমিয়ে দেয়
গ) পন্যের মূল্য বৃদ্ধি করে
ঘ) পণ্যের মূল্য হ্রাস করে
৪। কেন্দ্রীয় ব্যাংক তার একক অধিকার হিসেবে যে কাজ করে-
ক) ঋণ আমানত সৃষ্টি
খ) ঋণ নিয়ন্ত্রণ
গ) তথ্য সরবরাহ
ঘ) নোট ও মুদ্রা প্রচলন
৫। আন্তঃব্যাংকিং দেনা-পাওনা নিষ্পত্তির স্থানকে কী বলা হয়?
ক) নিকাশঘর খ) হিসাবঘর
গ) আন্তব্যাংকিং ঘর ঘ) কাঙ্খিত ঘর
৬। বাণিজ্যিক ব্যাংক কীভাবে তারল্য সংকট মোকাবিলা করে?
ক) বিল পুনঃবাট্টা করে
খ) সুদের হার কমিয়ে
গ) ঋণদান বন্ধ করে
ঘ) আমানত গ্রহণ করে
৭। কোনটি বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস?
ক) স্থানান্তর ফি
খ) ঋণের সুদ
গ) বাট্টাকরণ
ঘ) লকার ভাড়া
৮। বাণিজ্যিক ব্যাংক মক্কেলদের কী হিসেবে কাজ করে?
ক) অছি খ) প্রতিনিধি
গ) আমানতদার ঘ) বিনিয়োগদাতা
৯। মক্কেলদের চাহিবামাত্র অর্থ ফেরত দানের ক্ষমতাকে কী বলে?
ক) ঝুঁকি খ) সচ্ছলতা
গ) তারল্য ঘ) অনিশ্চয়তা
১০। কোন কার্ড ঋণ সুবিধা প্রদান করে?
ক) ক্যাশ কার্ড
খ) ডেবিট কার্ড
গ) কার্ড
ঘ) ক্রেডিট কার্ড
উত্তর ঃ ১-গ, ২-খ, ৩-ঘ, ৪-ক, ৫-খ, ৬-ক, ৭-খ, ৮-খ, ৯-গ, ১০-ঘ।