
জুলাই গণঅভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের উপর হামলাকারী ও হামলার সাথে জড়িত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং বিচার নিশ্চিতের দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বর থেকে এই কর্মসূচি শুরু হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘ছাত্রলীগের সন্ত্রাসীরা হুঁশিয়ার, সাবধান’, ‘বিচার বিচার বিচার চাই, ছাত্রলীগের বিচার চাই’, ‘ছাত্রলীগের ঠিকানা, জাহাঙ্গীরনগরে হবে না’ ইত্যাদি স্লোগান দেন।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক হয়ে সমাজবিজ্ঞান অনুষদ ও অমর একুশে ভাস্কর্য সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, “জুলাই-আগস্ট আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীরা অবাধে ঘুরে বেড়াচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা বসে আছে। এরকম অনিরাপদ পরিস্থিতিতে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার নিশ্চিত করতে হবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুঁশিয়ার করে বলতে চাই, অনতিবিলম্বে জুলাই-আগস্টের হামলায় জড়িত ছাত্রলীগের বিচার কাজ সম্পন্ন করতে হবে। নইলে আমরা শীঘ্রই প্রশাসনিক ভবন অবরোধের ডাক দিতে বাধ্য হবো।”
মিছিল পরবর্তী সমাবেশে শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকসহ সংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।