
গ্রাফিক্স: জনকণ্ঠ
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক কনফারেন্স ও বায়োসায়েন্স কার্নিভাল। বাংলাদেশ বায়োসেইফটি ও বায়োসিকিউরিটি সোসাইটি (বিবিবিএস)-এর সহযোগিতায় এই আয়োজন অনুষ্ঠিত হবে আগামী ১৬ থেকে ১৮ মে, রাবিপ্রবি ক্যাম্পাসে।
‘বায়োসায়েন্স এবং বায়োসিকিউরিটি উদ্ভাবন ও সহযোগিতা: একটি টেকসই স্বাস্থ্যসেবা এবং কৃষি দৃষ্টিকোণের অনুসন্ধান’ প্রতিপাদ্যে আয়োজিত এই কনফারেন্সে অংশ নেবেন দেশি-বিদেশি খ্যাতিমান বিজ্ঞানী ও গবেষকরা।
মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের সাবেক গবেষক ও পঞ্চব্রীহি ধানের উদ্ভাবক ড. আবেদ চৌধুরী, আইসিডিডিআরবি-এর বিশিষ্ট গবেষক ড. আসাদুলগানি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মনিরা আহসান।
এই আয়োজন প্রসঙ্গে আয়োজক কমিটির সভাপতি ও রাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান বলেন, "এই আন্তর্জাতিক কনফারেন্স বিশ্ববিদ্যালয়টিকে একটি প্রাণবন্ত ও জ্ঞাননির্ভর পরিসরে পরিণত করবে। দেশ-বিদেশের গবেষকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের এক অনন্য সুযোগ সৃষ্টি হবে।"
কনফারেন্সে অংশগ্রহণকারীরা গবেষণা প্রবন্ধ জমা দিতে পারবেন মোট নয়টি বিষয়ে— যার মধ্যে রয়েছে: উদীয়মান রোগ, কৃষিতে বায়োটেকনোলজি, বিকল্প চিকিৎসা, ড্রাগ ডিজাইন ও ডেলিভারি, ন্যানোড্রাগস, অ্যান্টিমাইক্রোবিয়াল পণ্য, বায়োইনফরমেটিকস এবং ক্লিনিকাল ডেটা সায়েন্স।
তিনদিনব্যাপী এই আয়োজনকে ঘিরে থাকবে নানা বৈজ্ঞানিক ও শিক্ষামূলক কার্যক্রম। এর মধ্যে রয়েছে প্লেনারি ও কীনোট বক্তৃতা, ইনভাইটেড স্পিচ, ওরাল ও পোস্টার প্রেজেন্টেশন, সায়েন্স ডিবেট, থ্রি মিনিট প্রেজেন্টেশন, আইডিয়া কনটেস্ট, পলিসি ডায়ালগ এবং ট্র্যাডিশনাল ট্রিটমেন্টস বিষয়ক বিশেষ আলোচনা।
এই সম্মেলন রাবিপ্রবির একাডেমিক ও গবেষণাধর্মী পরিবেশকে আরও সমৃদ্ধ করবে বলেই আশা করছেন সংশ্লিষ্টরা।
রেজিস্ট্রেশন চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। বিস্তারিত তথ্য ও নিবন্ধনের জন্য ভিজিট করুন: https://icbc.rmstu-conf.ac.bd/
মেহেদী কাউসার