
ময়মনসিংহ জিলা স্কুল এক্স-স্টুডেন্টস স্পোর্টস ক্লাবের উদ্যোগে পথচারী ও রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শনিবার (২২ মার্চ) ময়মনসিংহ জিলা স্কুল প্রাঙ্গণ এবং শহরের ব্যস্ততম এলাকা গাঙ্গিনাপারে এই ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম। এছাড়া সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ.কে.এম শফিকুল ইসলাম (১৯৬৩ ব্যাচ), ময়মনসিংহ মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী (১৯৭১ ব্যাচ), ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন বাবলু (১৯৮১ ব্যাচ), মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামিম আজাদ (১৯৮৭ ব্যাচ) এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন (১৯৯১ ব্যাচ)।
ক্লাবটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গোলাম শাহরিয়ার শরিফ (১৯৯১ ব্যাচ), সাধারণ সম্পাদক আরিফ চৌধুরী রাসেল (১৯৯৫ ব্যাচ), প্রশাসনিক সম্পাদক শরিফুজ্জামান সোহেল (১৯৯৫ ব্যাচ), যুগ্ম প্রচার সম্পাদক মো. আমিনুল হক রিপন (১৯৯৫ ব্যাচ), সাংগঠনিক সম্পাদক মো. হাবিব উল্লাহ বাবু (২০০০ ব্যাচ), ক্রীড়া সম্পাদক আরিফুজ্জামান রবিন (২০০০ ব্যাচ) সহ অন্যান্য সদস্যরাও এই মহতী উদ্যোগে অংশ নেন।
এই আয়োজনের মাধ্যমে প্রায় ৬০০ জনের বেশি পথচারীর মাঝে ইফতার বিতরণ করা হয়। এ সময় স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম উপস্থিত সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের জন্য দোয়া পরিচালনা করেন।
সংগঠনের সভাপতি ও সাবেক ফুটবল কোচ মারুফুল হক ফেরদৌস (১৯৮৪ ব্যাচ) মুঠোফোনে জানান, "সংগঠনের মূল লক্ষ্য হলো প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক তৈরি করা এবং সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করা। ভবিষ্যতেও আমরা এমন আয়োজন চালিয়ে যাব।"
সংগঠনের সাধারণ সম্পাদক আরিফ চৌধুরী রাসেল বলেন, "আমরা নিয়মিত সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে পথচারী ও রোজাদারদের জন্য ইফতার বিতরণের ব্যবস্থা করেছি। এছাড়া, প্রতি ঈদে প্রাক্তন কর্মচারীদের জন্য উপহার সামগ্রী বিতরণ করা হয়।"
প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, "ময়মনসিংহ জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন নিয়মিত যে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে, তা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতে স্কুলের পক্ষ থেকে যেকোনো প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।"
মেহেদী কাউসার