
ঢাকা কলেজস্থ গোপালগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে আজ বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকা কলেজের ২ নম্বর গ্যালারিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের সম্মানিত অধ্যক্ষ এ কে এম ইলিয়াস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্র কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আনিচুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও যুবদল কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক সাহিত্য ও প্রকাশনা সহ-সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী বলেন, "গোপালগঞ্জ জেলার শিক্ষার্থীদের ঐক্য, সহযোগিতা ও ভবিষ্যৎ পরিকল্পনার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ছাত্রদের কল্যাণে আরও কাজ করতে হবে।"
কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি হাসিবুল হাসান সজীব বলেন, "গোপালগঞ্জ জেলার ছাত্রদের যেকোনো অসুবিধায় আমরা আমাদের সাধ্যমতো সহযোগিতা করবো।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান তাজ, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর কমেট, ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান, সদস্য সচিব মিল্লাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক তাজিবুল হাসান ও শামীম হাওলাদার, নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে এম চঞ্চল, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও ছাত্র কল্যাণ পরিষদের অন্যতম উপদেষ্টা প্রদীপ অধিকারী, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নুরুল আলম আলামিন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রোদোয়ান ইসলাম হিমেল, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সদ্য সাবেক সহ-সাধারণ সম্পাদক সুজন মোল্লা, তিতুমীর কলেজ ছাত্রদলের সদস্য সাইফুদ্দিন জিসান।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য ও ঢাকা কলেজস্থ গোপালগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি রাহাদ মোল্লা।
অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন মৃধা।
সংগঠনের নেতারা জানিয়েছেন, এ ধরনের মহতী উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নুসরাত