ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১

ছেলেটা ছাত্রলীগের হাতে মার খেয়েছে, আজ ছাত্রদলের হাতেও খেলো

প্রকাশিত: ২২:০৫, ১৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২২:১৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

ছেলেটা ছাত্রলীগের হাতে মার খেয়েছে, আজ ছাত্রদলের হাতেও খেলো

ছবি: সংগৃহীত।

কুয়েটের (খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের শিক্ষার্থী শিহাব আহমেদ তুহিন সামাজিক যোগাযোগমাধ্যমে কুয়েটের আজকের ঘটে যাওয়া সংঘর্ষ নিয়ে একটি পোস্ট করেছেন। এতে তিনি ছাত্রদলের হামলায় আহত হওয়া শিক্ষার্থী জাহিদুর রহমানের দুঃখজনক অভিজ্ঞতা উল্লেখ করেন।

তুহিন তার পোস্টে লেখেন, “জাহিদুর রহমানের কথা মনে আছে? আওয়ামী লীগ সরকারের সময় ছাত্রলীগের হাতে যে ছেলেটা মার খেয়ে ক্যাম্পাস থেকে বের হয়ে যেতে বাধ্য হয়েছিলো এবং তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিলো।”

তিনি আরও জানান, আজকের সংঘর্ষে জাহিদুর আবারও হামলার শিকার হন। তুহিনের ভাষায়, “ছাত্রদলের ছেলেরা তাকে আলাদাভাবে টার্গেট করেছে। বারবার বলছিলো, ‘ওরে ধর, ওরে ধর।’ ছাত্রলীগের আমলে সে আধমরা হয়ে ক্যাম্পাস ছেড়েছিলো। আর আজ ছাত্রদলের আমলে আতঙ্কিত হয়ে বলল, ‘ভাই, ক্যাম্পাস থেকে জীবিত বের হতে পারব কিনা জানি না।’”

উল্লেখ্য, কুয়েট ক্যাম্পাসে মঙ্গলবারের (১৮ ফেব্রুয়ারি) সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। 

সূত্র: https://www.facebook.com/photo/?fbid=9163082187079640&set=a.125020644219218

সায়মা ইসলাম

×