ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

ঢাবির বর্ষসেরা রিপোর্টার দৈনিক জনক‌ন্ঠের মোতাহার হোসেন

বিশ্ববিদ্যালয় রি‌পোর্টার

প্রকাশিত: ০০:৪৭, ৬ ফেব্রুয়ারি ২০২৫

ঢাবির বর্ষসেরা রিপোর্টার দৈনিক জনক‌ন্ঠের মোতাহার হোসেন

ছবি: প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) বর্ষসেরা রিপোর্টার হয়েছেন মোতাহার হোসেন। তিনি দৈনিক জনকণ্ঠের বিশ্ববিদ্যালয় রি‌পোর্টার ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক।

বুধবার (৫ ফেব্রুয়ারী) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র মিলনায়তনে (টিএসসি) ডুজা কর্তৃক আয়োজিত বর্ষসেরা রিপোর্টার পুরস্কার, দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে তারর হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও অর্থিক সম্মাননা তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

ডুজার ‘শহীদ শাহ চিশতী হেলালুর রহমান ট্রাস্ট ফান্ড’ ও ‘মনোয়ার আহমেদ স্মৃতি ট্রাস্ট ফান্ড’ থেকে এই পুরস্কার দেওয়া হয়।

এ বছর ক্যাম্পাস সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মোট ৪ জনকে বর্ষসেরা রিপোর্টার অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অন‌্যরা হ‌লেন- নিউজ বাংলা টু‌য়ে‌ন্টি‌ফো‌রের ঢাবি প্রতিনিধি মনিরুল ইসলাম, ডেইলি অবজারভারের ঢা‌বি প্রতি‌নি‌ধি তাওসিফুল ইসলাম এবং সমকালের ঢাবি প্রতিনিধি যোবায়ের আহমদ।

অনুষ্ঠা‌নে ডুজার সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন নিউজ এইজ-এর সম্পাদক নুরুল কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ডুজার সদ্য সাবেক সভাপতি আল সাদী ভূঁইয়া, সাধারণ সম্পাদক (বর্তমান সভাপতি) মহিউদ্দিন মুজাহিদ মাহীসহ বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর একজন করে নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

এম.কে.

×