বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করেছে জাবি শাখা ছাত্রশিবির।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫ টায় সমাজবিজ্ঞান ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিশুদের সংগঠন তরীর শিক্ষার্থীদের হাতে এ শিক্ষা সামগ্রী তুলে দেন শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
এসময় শাখা শিবিরের দপ্তর ও প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পর্যাপ্ত সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করেছে জাবি ছাত্রশিবির। আমরা বিশ্বাস করি শিশুদের পড়াশোনার ক্ষেত্রে অনুপ্রেরণা অনেক গুরুত্ব বহন করে, অগ্রসর হতে সাহায্য করে। এই অনুপ্রেরণা অব্যাহত থাকলে নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনে তারা ইতিবাচক ভূমিকা রাখতে পারবে।
প্রসঙ্গত, ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রতিষ্ঠা লাভ করে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির। তার একদিন পর ৭ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা প্রতিষ্ঠিত হয়।
সাজিদ