ছবি: সংগৃহীত।
সম্প্রতি অন্তবর্তীকালীন সরকারের অর্থনীতি কৌশল পুনঃনির্ধারণ টাস্কফোর্স শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি বন্ধের সুপারিশ করেছে। এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সালমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ বলেন, ছাত্ররাজনীতি বন্ধের সুপারিশ অনভিপ্রেত এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মতপ্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক ও সাংগঠনিক অধিকার নিশ্চিত করা জরুরি।
নেতারা বলেন, অতীতে সরকার ছাত্র সংগঠনগুলোর সন্ত্রাস ও দখলদারিত্বকে ছাত্ররাজনীতির প্রকৃত চিত্র হিসেবে উপস্থাপন করে নীতিনিষ্ঠ ছাত্ররাজনীতি রুদ্ধ করার চেষ্টা করেছে। তবে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র সংগঠনগুলো ছাত্র-জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল, যার ফলে হাসিনা সরকারের পতন ঘটে।
তারা আরও বলেন, অভ্যুত্থান-পরবর্তী সময়ে ছাত্ররাজনীতি বন্ধের এই সুপারিশ শিক্ষার্থীদের রাজনৈতিকভাবে দিশাহীন করার পাশাপাশি অভ্যুত্থানের চেতনাকে মুছে দেওয়ার চেষ্টা মাত্র।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, হাসিনা সরকারের ১৫ বছরের দুঃশাসন, দুর্নীতি ও লুটপাটে দেশের অর্থনীতি বিপর্যস্ত হয়েছে। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, শ্রমিক ছাঁটাই ও কৃষকদের ঋণের বোঝায় সাধারণ মানুষ চরম সংকটে রয়েছে। অন্তবর্তীকালীন সরকারের মূল কাজ হওয়া উচিত দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনা, পাচার হওয়া অর্থ উদ্ধার করা, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং কৃষকদের স্বার্থ রক্ষা করা। অথচ এসব বিষয়ে কার্যকর উদ্যোগ না নিয়ে উল্টো শিক্ষাপ্রতিষ্ঠানে স্বৈরতান্ত্রিক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ছাত্ররাজনীতি বন্ধের অপচেষ্টা চালানো হচ্ছে।
নেতারা অবিলম্বে এই সুপারিশ বাতিলের দাবি জানান এবং ছাত্রসমাজসহ গণতান্ত্রিক চেতনার মানুষদের প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
সায়মা ইসলাম