ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

এবার প্রকাশ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা শিবির সভাপতি

প্রকাশিত: ১০:৫৭, ৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১১:২৬, ৪ ফেব্রুয়ারি ২০২৫

এবার প্রকাশ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা শিবির সভাপতি

এবার প্রকাশ্যে এসেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ টাইমলাইনে এক স্ট্যাটাস দিয়ে প্রকাশ্যে আসেন তিনি। বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী আমিনুল।

এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর ক্যাম্পাস রাজনীতিতে প্রকাশ্যে এসেছে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি।

জানা যায়, ছাত্রশিবিরের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বিপরীতে মঙ্গলবার থেকে দুইদিন ব্যাপী প্রকাশনা উৎসব শুরু হয়েছে। আর সেই প্রকাশনা উৎসবকে ঘিরে ফেসবুকে পোস্ট করেন ববি শিবিরের সভাপতি৷

ববির শিবির সভাপতির ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:

"সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি" এই ভিশন নিয়ে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কার্যক্রম পরিচালনা করছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে সাথে নিয়ে একটি শিক্ষা-বান্ধব ক্যাম্পাস বিনির্মাণে ছাত্রশিবির কার্যক্রম পরিচালনা করছে। 

ছাত্রশিবির সহাবস্থানের ভিত্তিতে ইতিবাচক ছাত্র রাজনীতিতে বিশ্বাস করে এবং জুলাই অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভূমিকা পালনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর সৃজনশীল প্রকাশনা সামগ্রী নিয়ে আজ বরিশাল বিশ্ববিদ্যালয়ে  "প্রকাশনা উৎসব'২৫"অনুষ্ঠিত হতে যাচ্ছে, ইনশাআল্লাহ।'

এদিকে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের বিষয়ে ববি শিবিরের সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম বলেন, খুব শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হবে।

উল্লেখ্য, আইন অনুযায়ী গত ১১ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে।

সজিব

×