বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব আয়োজিত আন্তঃবিভাগ ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ। পাশাপাশি মেয়েদের প্রীতি হ্যান্ডবল টুর্নামেন্টে পেনাল্টিতে ফনিক্স ফ্লায়ার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দ্য ফিয়ারসাম। ৩০ জানুযারি বিকেলে মেয়েদের হ্যান্ডবল টুর্নামেন্ট দিয়ে খেলা শুরু হয়। মেয়েদের হ্যান্ডবল টুর্নামেন্টে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এরপর গত ২৬ জানুয়ারি শুরু হওয়া ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় ওশেনোগ্রাফি এন্ড হাইড্রোগ্রাফি বিভাগ এবং নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং বিভাগ।
ফাইনাল ম্যাচের উত্তেজনাপূর্ণ খেলায় নির্দিষ্ট সময়ে কোনো দলই গোল করতে না পারায়, খেলা বর্ধিত সময়ে গড়ায়। বর্ধিত সময়েও গোল না হওয়ায় পেনাল্টির মাধ্যমে জয়ী দল নির্ধারণ করা হয়। পেনাল্টিতে জয়ী হয় ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগের দল। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির উপাচার্য রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী। খেলা শেষে তিনি বিজয়ীদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, ডিনবৃন্দ, শিক্ষক ও অন্য কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা প্রাণবন্তভাবে এই খেলায় অংশগ্রহণ করেছে। এখন থেকে এ ধরনের খেলা নিয়মিত আয়োজন করা হবে। পাশাপাশি তিনি এ ধরনের টুর্নামেন্টের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। তিনদিনব্যাপী এই আন্তঃবিভাগ ফুটসাল টুর্নামেন্ট মিরপুরের সাগুফতা এলাকার স্পোর্টস এরিনায় অনুষ্ঠিত হয়। ৫টি বিভাগের ৫টি দল এ খেলায় অংশগ্রহণ করে। বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের এমন উদ্যোগে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত। স্থায়ী ক্যাম্পাস না থাকায় দীর্ঘদিন ধরে খেলার মাঠের প্রয়োজনীয়তা অনুভব করে আসছে শিক্ষার্থীরা। এমতাবস্থায় ভাড়া করা মাঠ হলেও এমন আয়োজনের কারণে সকলে মিলে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।