ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা যেন ধ্বংসস্তূপ, বিজিবি মোতায়েন

প্রকাশিত: ০৩:৩৩, ২৭ জানুয়ারি ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা যেন ধ্বংসস্তূপ, বিজিবি মোতায়েন

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ এখন রীতিমতো রণক্ষেত্রে রূপ নিয়েছে। বিদ্যুৎ সংযোগ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় পুরো এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষত পুলিশ ও বিজিবি, মোতায়েন করা হয়েছে।

আজ সন্ধ্যার পরপরই নীলক্ষেতসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণতন্ত্র তোরণ ও এর আশপাশে জড়ো হয়ে অবস্থান নিয়েছেন। অন্যদিকে সাত কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত ও তার আশপাশের অংশে অবস্থান নেন। বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে দুই পক্ষই কিছুটা বিচ্ছিন্ন ও বিভ্রান্ত হয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নীলক্ষেত মোড় ও আশপাশের এলাকায় পুলিশ ও বিজিবির সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। এ সময় টিয়ার গ্যাস নিক্ষেপের কারণে পুরো এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীরা আরো বেশি ছত্রভঙ্গ হয়ে যান।

একজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে, যাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের নিজেদের একজন বলে দাবি করেছেন। তাকে ঘিরে অনেক শিক্ষার্থী উদ্বেগ প্রকাশ করছেন।

এফ রহমান হল সংলগ্ন এলাকায় বিজিবির বিপুলসংখ্যক সদস্য অবস্থান নিয়েছেন এবং ধীরে ধীরে শিক্ষার্থীদের দিকে এগিয়ে যাচ্ছেন। পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যদের উপস্থিতি পুরো এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে।

বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে সমন্বয় করতে পারছেন না। এই অন্ধকার পরিস্থিতিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কৌশলগতভাবে কাজে লাগাচ্ছে বলে অনেকেই মনে করছেন।

এ মুহূর্তে পুরো এলাকা পিনপতন নীরবতায় ডুবে আছে। তবে উত্তেজনা পুনরায় বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। পুলিশ ও বিজিবি ধীরে ধীরে এগিয়ে এসে শিক্ষার্থীদের ঘিরে ফেলার চেষ্টা চালাচ্ছে। দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।

পরিস্থিতি সামাল দিতে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। তবে শিক্ষার্থীরা এখনো তাদের অবস্থান ধরে রেখেছেন এবং বিদ্যুৎ সংযোগ ফিরে না আসা পর্যন্ত এই অন্ধকার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

ভিডিও দেখুন: https://youtu.be/k3NC_402hIA?si=hDN8B6a3bICemNVc

এম.কে.

×