ঢাকা, বাংলাদেশ   সোমবার ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

শহীদ জিয়ার স্মরণে জাবি ছাত্রদলের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রকাশিত: ০১:০৪, ২০ জানুয়ারি ২০২৫; আপডেট: ০১:১১, ২০ জানুয়ারি ২০২৫

শহীদ জিয়ার স্মরণে জাবি ছাত্রদলের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ছবি: প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শাখা ছাত্রদল ‘মুক্তিযুদ্ধ’ এবং ‘জিয়াউর রহমানের জীবন ও অবদান’ বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রোববার (১৯ জানুয়ারি) দুপুরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, “মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানকে সাধারণ শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয় করা এবং তাদের সহশিক্ষা কার্যক্রমে উৎসাহিত করার এই প্রয়াস আমরা সামনের দিনেও অব্যাহত রাখব। আমরা সুস্থ ও সুন্দর একটি ক্যাম্পাস নির্মাণ করতে চাই।”

কমিটির সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক বলেন, “জিয়াউর রহমান না থাকলে বাংলাদেশ স্বাধীন হতো না।”

জাবি ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রিফাত আকন্দ অন্তর বলেন, “ফ্যাসিস্ট শাসনামলের বিগত ১৫ বছরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে অনেক নেতিবাচক বার্তা ছড়ানো হয়েছিল, যা সবই মিথ্যা। আমরা চাই সাধারণ শিক্ষার্থীরা শহীদ জিয়া সম্পর্কে বিশদ জানুক। তাই কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা মেনে আমরা এই সাংস্কৃতিক উদ্যোগটি গ্রহণ করেছি।"

অনুষ্ঠানে বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা সুলতানা প্রতিযোগিতার উদ্বোধন করেন এবং প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীম রেজা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাবি ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই আয়োজনের মাধ্যমে শহীদ জিয়াউর রহমানের অবদানকে সম্মান জানিয়ে মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা স্মরণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

মেহেদী কাউসার

×