ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

হলের ছাদ ভেঙে মাথা ফাটল ঘুমন্ত শিক্ষার্থীর!

প্রকাশিত: ০৪:৫১, ৭ জানুয়ারি ২০২৫

হলের ছাদ ভেঙে মাথা ফাটল ঘুমন্ত শিক্ষার্থীর!

ছবি: প্রতীকী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় এক শিক্ষার্থীর মাথায় পলেস্তারা খসে পড়ে গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে হলের ২০৪ নম্বর রুমে এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী মাসুদের মাথার দুই জায়গায় গভীর ক্ষত হয়েছে, যার একটি বেশ গুরুতর।

রাতের বেলায় মশারি টানিয়ে ঘুমাচ্ছিলেন মাসুদ ও তার রুমমেট ফরহাদ জোবায়ের। হঠাৎ করে ছাদের পলেস্তারা খসে পড়ে মাসুদের মাথায় লাগে। মশারির কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও মাসুদের মাথায় সেলাই প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন তার রুমমেট।

ফরহাদ জোবায়ের জানান, মাসুদের মাথায় বিশাল আকারের পলেস্তারা পড়ার পর তিনি হল প্রশাসনের উদাসীনতার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি আরও জানান, রুমে ওঠার সময় পলেস্তারা নেই বলে প্রশাসনকে জানানোর পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

হলের আরেক শিক্ষার্থী রাফিদ হাসান বলেন, “এ ধরনের ঘটনা এখানে প্রতিদিনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। রাতে ঘুমাতে গেলে ছাদ থেকে পলেস্তারা খসে পড়ার আশঙ্কা আমাদের নিত্যসঙ্গী।”

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হল প্রশাসনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এম.কে.

×