ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রাহায়ণ ১৪৩১

ঢাকা কলেজের সব ক্লাস বন্ধ ঘোষণা

প্রকাশিত: ০২:২১, ২৫ নভেম্বর ২০২৪

ঢাকা কলেজের সব ক্লাস বন্ধ ঘোষণা

ছবি: সংগৃহীত।

ঢাকা কলেজে শিক্ষার্থীদের কোনো ধরনের কর্মসূচিতে অংশ না নেওয়ার নির্দেশনা দিয়ে সোমবার একদিনের জন্য ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ রোববার মধ্যরাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি’ এড়াতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ পরিস্থিতির মধ্যে ঢাকার ৩৫টি কলেজের শিক্ষার্থীরা, বিশেষ করে ন্যাশনাল মেডিকেল কলেজ, কবি নজরুল সরকারি কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটানোর পর ঢাকা কলেজ কর্তৃপক্ষ ক্লাস বন্ধ রাখার ঘোষণা দেয়।

এর আগে, গত বুধবার, সিটি কলেজের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ওই ঘটনায় অন্তত ১৫০ জন শিক্ষার্থী আহত হন, ফলে সিটি কলেজ কর্তৃপক্ষ তাদের ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

রোববার রাতে ঢাকা কলেজ কর্তৃপক্ষ জানায়, "যদি কোনো শিক্ষার্থী আইনশৃঙ্খলা বিরোধী কোনো কাজ করে, তবে তার দায় কলেজ প্রশাসন নেবে না।"

ঢাকা কলেজের ভূগোল বিভাগের সহযোগী অধ্যাপক এ এস এম মুজাহেদুল ইসলাম এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন, তবে কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসের কাছ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নুসরাত

×