কেয়ার লগো
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১২টির বা ৩০.৩৫ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে কেয়া কসমেটিকসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগের কার্যদিবসে কেয়া কসমেটিকসের শেয়ারের ক্লোজিং দর ছিল ৮.৩০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৭.৮০ টাকায়।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৫.৭১ শতাংশ, বিডি ওয়েল্ডিংয়ের ৪.৪৬ শতাংশ, বিআইএফসির ৪.৩৪ শতাংশ, বিডি থাই ফুডের ৪.১০ শতাংশ, আরএসআরএম স্টিলের ৪.০১ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৩.৮৮ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৩.৮৩ শতাংশ, কপারটেকের ৩.৮৩ শতাংশ এবং মীর আখতার হোসাইনের শেয়ার দর ৩.৭২ শতাংশ কমেছে।
এসআর